১৬ জুলাই ২০২৫, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মাঝপথ থেকে দিল্লিতে ফিরল বালিগামী এয়ার ইন্ডিয়ার বিমান

চামেলি দাস
  • আপডেট : ১৮ জুন ২০২৫, বুধবার
  • / 143

পুবের কলম ওয়েবডেস্ক: মাঝপথ থেকে দিল্লিতে ফিরল বালিগামী এয়ার ইন্ডিয়ার বিমান। বিমানবন্দরের কাছে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বুধবার মাঝপথ থেকে দিল্লি বিমানবন্দরে ফেরানো হল বালিগামী এয়ার ইন্ডিয়ার Aজ্জ২১৪৫ বিমান। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, নিরাপদে দিল্লি বিমানবন্দরে বিমানটি অবতরণ করেছে  এবং যাত্রীরা সুরক্ষিত রয়েছেন।

সেই সঙ্গে, যাত্রীদের থাকার জন্য প্রয়োজনীয় হোটেলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে বিমান কর্তৃপক্ষের তরফে। একইসঙ্গে যাত্রীদের টিকিটের সম্পূর্ণ টাকাও ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

আরও পড়ুন: শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালি আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্বে পর্যটন দ্বীপ ফ্লোরেসে অবস্থিত ১ হাজার ৭০৩ মিটার (৫,৫৮৭ ফুট) উঁচু দু’টি-শিখরযুক্ত আগ্নেয়গিরি মাউন্ট লেওটোবি লাকি-লাকি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। এর জেরে দ্বীপপুঞ্জে সতর্কতা জারি করা হয় প্রশাসনের তরফে। অগ্ন্যুৎপাতের পর আকাশে প্রায় ১০ কিলোমিটার উপর পর্যন্ত উড়তে থাকে ছাই।

আরও পড়ুন: এএআইবির ল্যাবে ব্ল্যাক বক্স, তথ্য উদ্ধারের সম্ভাবনা প্রবল

যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে শুধু দিল্লি-বালি এয়ার ইন্ডিয়া বিমানই নয়, বুধবার বালি বিমানবন্দর থেকে বাতিল করা হয়েছে কমপক্ষে দু’ডজন বিমান। বালি বিমানবন্দরের অফিশিয়াল ওয়েবসাইটে বাতিল হওয়া বিমানের তথ্য দেওয়া হয়েছে। সেই তথ্য অনুযায়ী, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জন্য বাতিল করা হয়েছে অস্ট্রেলিয়ার জেটস্টার এবং ভার্জিন বিমান, এয়ার ইন্ডিয়া, এয়ার নিউজিল্যান্ড, সিঙ্গাপুরের টাইগার এয়ার এবং চিনের জুনিয়াও এয়ারলাইন্সের বিমান।

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের উড়ান বন্ধ রাখার আবেদন, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাঝপথ থেকে দিল্লিতে ফিরল বালিগামী এয়ার ইন্ডিয়ার বিমান

আপডেট : ১৮ জুন ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: মাঝপথ থেকে দিল্লিতে ফিরল বালিগামী এয়ার ইন্ডিয়ার বিমান। বিমানবন্দরের কাছে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বুধবার মাঝপথ থেকে দিল্লি বিমানবন্দরে ফেরানো হল বালিগামী এয়ার ইন্ডিয়ার Aজ্জ২১৪৫ বিমান। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, নিরাপদে দিল্লি বিমানবন্দরে বিমানটি অবতরণ করেছে  এবং যাত্রীরা সুরক্ষিত রয়েছেন।

সেই সঙ্গে, যাত্রীদের থাকার জন্য প্রয়োজনীয় হোটেলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে বিমান কর্তৃপক্ষের তরফে। একইসঙ্গে যাত্রীদের টিকিটের সম্পূর্ণ টাকাও ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

আরও পড়ুন: শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালি আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্বে পর্যটন দ্বীপ ফ্লোরেসে অবস্থিত ১ হাজার ৭০৩ মিটার (৫,৫৮৭ ফুট) উঁচু দু’টি-শিখরযুক্ত আগ্নেয়গিরি মাউন্ট লেওটোবি লাকি-লাকি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। এর জেরে দ্বীপপুঞ্জে সতর্কতা জারি করা হয় প্রশাসনের তরফে। অগ্ন্যুৎপাতের পর আকাশে প্রায় ১০ কিলোমিটার উপর পর্যন্ত উড়তে থাকে ছাই।

আরও পড়ুন: এএআইবির ল্যাবে ব্ল্যাক বক্স, তথ্য উদ্ধারের সম্ভাবনা প্রবল

যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে শুধু দিল্লি-বালি এয়ার ইন্ডিয়া বিমানই নয়, বুধবার বালি বিমানবন্দর থেকে বাতিল করা হয়েছে কমপক্ষে দু’ডজন বিমান। বালি বিমানবন্দরের অফিশিয়াল ওয়েবসাইটে বাতিল হওয়া বিমানের তথ্য দেওয়া হয়েছে। সেই তথ্য অনুযায়ী, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জন্য বাতিল করা হয়েছে অস্ট্রেলিয়ার জেটস্টার এবং ভার্জিন বিমান, এয়ার ইন্ডিয়া, এয়ার নিউজিল্যান্ড, সিঙ্গাপুরের টাইগার এয়ার এবং চিনের জুনিয়াও এয়ারলাইন্সের বিমান।

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের উড়ান বন্ধ রাখার আবেদন, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা