২১ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যে সেরা থানার পুরষ্কার পেল বালুরঘাট থানা

ইমামা খাতুন
  • আপডেট : ২৮ মে ২০২৩, রবিবার
  • / 91

পুবের কলম প্রতিবেদক: বালুরঘাট থানার মুকুটে রাজ্যের মধ্যে সেরা থানার শিরোপার মুকুট জুড়ল। পাশাপাশি জেলার মুকুটে জুড়ল সাফল্যের নতুন পালক। যার ফলে খুশির হাওয়া গোটা বালুরঘাট জুড়ে।

রাজ্যে সেরা থানার শিরোপা পেল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ বিভাগের বিশেষ আধিকারিক সংগঠন এক বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টি জানিয়েছেন। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী বালুরঘাট থানা রাজ্যের সেরা থানার শিরোপা পেয়েছে।

দক্ষিণ দিনাজপুর জেলার সদর থানা বালুরঘাট। ব্রিটিশ আমলে তৈরি এই থানা। শহরের মাঝখানেক রয়েছে থানা। এই থানায় গত কয়েক বছরে বাহ্যিক ও অভ্যন্তরীণ আমুল বদল করা হয়েছে। পুরনো বিল্ডিং ছেড়ে বছর কয়েক আগে নতুন ঝা চকচকে বিল্ডিংয়ে থানা তুলে আনা হয়েছে। কিন্তু থানা চত্বর ছিল আবর্জনায় ভরা। উদ্ধার করা মোটরবাইকে ভর্তি হয়ে থাকতো এবং থানায় আসা মানুষদের বসার জায়গা পর্যন্ত ছিল না। সদর থানা হলেও একাধিক সমস্যা ছিল। বাইরের রাস্তা থেকে থানার দিকে তাকালেই মানুষের একটা ভীতি কাজ করতো।

কিন্তু এখন একেবারে আমুল বদলে গিয়েছে থানা চত্বর। থানা চত্বরে গড়ে উঠেছে সুসজ্জিত মিউজিয়াম। এছাড়াও থানাতেই পুরনো জায়গা পরিষ্কার করে সেখানে শিশু উদ্যান গড়ে তোলা হয়েছে। শিশু উদ্যানে গ্রাম্য সবুজ পরিবেশ, খেলনা, ফোয়ারা ও বসার জায়গা করা হয়েছে। পার্কের দেওয়ালে তুলিতে কার্টুন চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

এছাড়াও বালুরঘাট পুরসভার তরফে থানাতে আলো ও বসার জায়গা করা হয়েছে। এদিকে থানাতেই আলাদা করে মহিলা হেল্প ডেস্ক, অভিযোগ লেখার জায়গা, পার্কিং, সেন্টি গার্ড সহ নানা কাজ করা হয়েছে। এমনকি থানা চত্বরে আই লাভ বালুরঘাট লেখা ফলক লাগানো হয়েছে।

শুধু বহিরাংগের সৌন্দর্য্য বদল ঘটেনি।বদল ঘটেছে থানার বিভিন্ন উয়িংয়ের কর্মপদ্ধতি ও তদন্তের দ্বারা আসামীদের আদালতের মধ্যমে শাস্তি প্রদান সহ শহরের শান্তি শৃংখলা রক্ষায় সর্বদা নজরদারির ও। সব মিলিয়ে ব্রিটিশ আমলের থানা হলেও আজ আধুনিক মানের থানার কর্মপদ্ধতির পরিচয় দিয়ে এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে বলে জেলা পুলিশ মহল মনে করে।

পুলিশ সূত্রে খবর, রাজ্যপুলিশের প্রতিনিধিদল ৫০০টিরও বেশি থানা পরিদর্শন করেন। প্রথমে জেলা স্তর, এরপর রেঞ্জ, বিভাগ, তারপর রাজ্য। সবেতেই ভাল ফল করে চমক দিয়েছিল বালুরঘাট থানা। মাস খানেক আগে বালুরঘাট থানা পরিদর্শনে আসেন রাজ্য টেলিকম শাখার এডিজি অজয় নন্দা সহ অন্যান্য আধিকারিকরা।

তাঁরা থানার বিভিন্ন মামলা ও অপরাধ দমনের নথি, পুলিশকর্মীদের পারদর্শীতা, আগাম পাওয়া তথ্যে গ্রেফতারের সংখ্যা, থানা চত্বরের সৌন্দর্যায়ন, অভিযোগ জানাতে আসা বাসিন্দাদের জন্য পরিকাঠামো ইত্যাদি খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করেন। তার বিচারেই রাজ্য পুলিশের তরফে বালুরঘাট থানাকে রাজ্যে সেরা থানা ঘোষণা করা হয়।

যদিও বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজার দাবি, বালুরঘাট থানা ও ট্র্যাফিক বিভাগের পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের সহযোগিতাতেই সেরা থানার শিরোপা মিলেছে। ঊর্ধ্বতন কর্তাদের গাউডেন্সের পাশাপাশি বালুরঘাট পুরসভা ছাড়াও সহযোগিতা করেছেন স্থানীয় বাসিন্দারাও।

আজ স্থানীয় পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর ও বাসিন্দারা খবর পেয়ে বালুরঘাট থানায় এসে এই পুরষ্কারের জন্য পুলিশ কর্মীদের অভিন্দন জানিয়ে যান।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যে সেরা থানার পুরষ্কার পেল বালুরঘাট থানা

আপডেট : ২৮ মে ২০২৩, রবিবার

পুবের কলম প্রতিবেদক: বালুরঘাট থানার মুকুটে রাজ্যের মধ্যে সেরা থানার শিরোপার মুকুট জুড়ল। পাশাপাশি জেলার মুকুটে জুড়ল সাফল্যের নতুন পালক। যার ফলে খুশির হাওয়া গোটা বালুরঘাট জুড়ে।

রাজ্যে সেরা থানার শিরোপা পেল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ বিভাগের বিশেষ আধিকারিক সংগঠন এক বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টি জানিয়েছেন। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী বালুরঘাট থানা রাজ্যের সেরা থানার শিরোপা পেয়েছে।

দক্ষিণ দিনাজপুর জেলার সদর থানা বালুরঘাট। ব্রিটিশ আমলে তৈরি এই থানা। শহরের মাঝখানেক রয়েছে থানা। এই থানায় গত কয়েক বছরে বাহ্যিক ও অভ্যন্তরীণ আমুল বদল করা হয়েছে। পুরনো বিল্ডিং ছেড়ে বছর কয়েক আগে নতুন ঝা চকচকে বিল্ডিংয়ে থানা তুলে আনা হয়েছে। কিন্তু থানা চত্বর ছিল আবর্জনায় ভরা। উদ্ধার করা মোটরবাইকে ভর্তি হয়ে থাকতো এবং থানায় আসা মানুষদের বসার জায়গা পর্যন্ত ছিল না। সদর থানা হলেও একাধিক সমস্যা ছিল। বাইরের রাস্তা থেকে থানার দিকে তাকালেই মানুষের একটা ভীতি কাজ করতো।

কিন্তু এখন একেবারে আমুল বদলে গিয়েছে থানা চত্বর। থানা চত্বরে গড়ে উঠেছে সুসজ্জিত মিউজিয়াম। এছাড়াও থানাতেই পুরনো জায়গা পরিষ্কার করে সেখানে শিশু উদ্যান গড়ে তোলা হয়েছে। শিশু উদ্যানে গ্রাম্য সবুজ পরিবেশ, খেলনা, ফোয়ারা ও বসার জায়গা করা হয়েছে। পার্কের দেওয়ালে তুলিতে কার্টুন চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

এছাড়াও বালুরঘাট পুরসভার তরফে থানাতে আলো ও বসার জায়গা করা হয়েছে। এদিকে থানাতেই আলাদা করে মহিলা হেল্প ডেস্ক, অভিযোগ লেখার জায়গা, পার্কিং, সেন্টি গার্ড সহ নানা কাজ করা হয়েছে। এমনকি থানা চত্বরে আই লাভ বালুরঘাট লেখা ফলক লাগানো হয়েছে।

শুধু বহিরাংগের সৌন্দর্য্য বদল ঘটেনি।বদল ঘটেছে থানার বিভিন্ন উয়িংয়ের কর্মপদ্ধতি ও তদন্তের দ্বারা আসামীদের আদালতের মধ্যমে শাস্তি প্রদান সহ শহরের শান্তি শৃংখলা রক্ষায় সর্বদা নজরদারির ও। সব মিলিয়ে ব্রিটিশ আমলের থানা হলেও আজ আধুনিক মানের থানার কর্মপদ্ধতির পরিচয় দিয়ে এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে বলে জেলা পুলিশ মহল মনে করে।

পুলিশ সূত্রে খবর, রাজ্যপুলিশের প্রতিনিধিদল ৫০০টিরও বেশি থানা পরিদর্শন করেন। প্রথমে জেলা স্তর, এরপর রেঞ্জ, বিভাগ, তারপর রাজ্য। সবেতেই ভাল ফল করে চমক দিয়েছিল বালুরঘাট থানা। মাস খানেক আগে বালুরঘাট থানা পরিদর্শনে আসেন রাজ্য টেলিকম শাখার এডিজি অজয় নন্দা সহ অন্যান্য আধিকারিকরা।

তাঁরা থানার বিভিন্ন মামলা ও অপরাধ দমনের নথি, পুলিশকর্মীদের পারদর্শীতা, আগাম পাওয়া তথ্যে গ্রেফতারের সংখ্যা, থানা চত্বরের সৌন্দর্যায়ন, অভিযোগ জানাতে আসা বাসিন্দাদের জন্য পরিকাঠামো ইত্যাদি খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করেন। তার বিচারেই রাজ্য পুলিশের তরফে বালুরঘাট থানাকে রাজ্যে সেরা থানা ঘোষণা করা হয়।

যদিও বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজার দাবি, বালুরঘাট থানা ও ট্র্যাফিক বিভাগের পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের সহযোগিতাতেই সেরা থানার শিরোপা মিলেছে। ঊর্ধ্বতন কর্তাদের গাউডেন্সের পাশাপাশি বালুরঘাট পুরসভা ছাড়াও সহযোগিতা করেছেন স্থানীয় বাসিন্দারাও।

আজ স্থানীয় পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর ও বাসিন্দারা খবর পেয়ে বালুরঘাট থানায় এসে এই পুরষ্কারের জন্য পুলিশ কর্মীদের অভিন্দন জানিয়ে যান।