০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রামনবমীর দিন পশু জবাই এবং মাংসবিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল বেঙ্গালুরু মহানগর পালিকা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১০ এপ্রিল ২০২২, রবিবার
  • / 28

Representative image

পুবের কলম ওয়েবডেস্কঃ রবিবার দেশজুড়ে পালিত হচ্ছে রামনবমী। রামনবমীর দিন বিক্রি করা যাবেনা মাংস, এমনটাই নির্দেশিকা জারি করেছে ব্রুহাট  বেঙ্গালুরু মহানগর পালিকা ( বিবিএমপি)। রাম নবমীর দিন কসাইখানাগুলিতে  পশু জবাই  এবং বিক্রি কঠোর ভাবে নিষিদ্ধ  এমনটাই বিজ্ঞপ্তি জারি করেছে বেঙ্গালুরুর ওই পুর কর্তৃপক্ষ।

বেঙ্গালুরুর কক্সটাউন বাজারের মাংসের দোকানের মালিক এবং মাংস ব্যবসায়ীরা জানিয়েছেন  যে তারা বিবিএমপির আদেশ মেনে চলবেন।

আরও পড়ুন: রাম নবমীতে দাঙ্গা লাগানোর অভিযোগে মামলা দায়ের কাজল হিন্দুস্তানির বিরুদ্ধে, আটক ৫০

 

ওই ব্যবসায়ীদের কথায় “আমরা সরকারী নির্দেশ পালন করব এবং আগামীকাল ( রামনবমীর দিন) ব্যবসা করব না।,” কক্স টাউনের একজন  খুচরা মাংস বিক্রেতা মুহম্মদ জামরুদ  জানিয়েছেন রবিবার  ছুটির দিন,তাঁরা ওইদিন ব্যবসা বন্ধ রাখবেন।

স্থানীয় ব্যবসায়ীরা আরও জানিয়েছেন যে এই নির্দেশিকা তাঁদের কাছে নতুন কোন বিষয় নয়। দীর্ঘ কয়েকবছর ধরেই তারা রামনবমীর দিন মাংস বিক্রি এবং কসাইখানা গুলো বন্ধ রাখছেন।

সাজাদ নামে এক ব্যবসায়ী সংবাদসংস্থাকে তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন  “হোটেল  থেকে অর্ডার যাই হোক না কেন, আমরা শনিবারের মধ্যেই সরবরাহ করে দিয়েছি।  আমরা রবিবার  কোনো ব্যবসা করবনা”।

দেশজুড়ে চলছে নবরাত্রির উদযাপন। শুধু বেঙ্গালুরুই নয় দেশের বিভিন্ন প্রান্তরে মাছ, মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়েছে। দক্ষিণদিল্লি, গাজিয়াবাদ,ফরিদাবাদ সহ একাধিক অঞ্চলেই স্থানীয় প্রশাসন এইনির্দেশ জারি করে।

 

উল্লেখ্য চৈত্র নবরাত্রির উদযাপনের মধ্যে দিয়ে আরাধনা করা হয় দেবী দুর্গা এবং তার নয়টি রূপের। এই সময়কালে, ভক্তরা দেবী দুর্গার কাছে তাদের প্রার্থনা করেন  এবং নয় দিন উপবাস পালন করেন।চৈত্র নবরাত্রির নবম দিনটি রাম নবমী বা হিন্দু ভগবান রামের জন্মদিন হিসেবে পালিত হয়।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রামনবমীর দিন পশু জবাই এবং মাংসবিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল বেঙ্গালুরু মহানগর পালিকা

আপডেট : ১০ এপ্রিল ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ রবিবার দেশজুড়ে পালিত হচ্ছে রামনবমী। রামনবমীর দিন বিক্রি করা যাবেনা মাংস, এমনটাই নির্দেশিকা জারি করেছে ব্রুহাট  বেঙ্গালুরু মহানগর পালিকা ( বিবিএমপি)। রাম নবমীর দিন কসাইখানাগুলিতে  পশু জবাই  এবং বিক্রি কঠোর ভাবে নিষিদ্ধ  এমনটাই বিজ্ঞপ্তি জারি করেছে বেঙ্গালুরুর ওই পুর কর্তৃপক্ষ।

বেঙ্গালুরুর কক্সটাউন বাজারের মাংসের দোকানের মালিক এবং মাংস ব্যবসায়ীরা জানিয়েছেন  যে তারা বিবিএমপির আদেশ মেনে চলবেন।

আরও পড়ুন: রাম নবমীতে দাঙ্গা লাগানোর অভিযোগে মামলা দায়ের কাজল হিন্দুস্তানির বিরুদ্ধে, আটক ৫০

 

ওই ব্যবসায়ীদের কথায় “আমরা সরকারী নির্দেশ পালন করব এবং আগামীকাল ( রামনবমীর দিন) ব্যবসা করব না।,” কক্স টাউনের একজন  খুচরা মাংস বিক্রেতা মুহম্মদ জামরুদ  জানিয়েছেন রবিবার  ছুটির দিন,তাঁরা ওইদিন ব্যবসা বন্ধ রাখবেন।

স্থানীয় ব্যবসায়ীরা আরও জানিয়েছেন যে এই নির্দেশিকা তাঁদের কাছে নতুন কোন বিষয় নয়। দীর্ঘ কয়েকবছর ধরেই তারা রামনবমীর দিন মাংস বিক্রি এবং কসাইখানা গুলো বন্ধ রাখছেন।

সাজাদ নামে এক ব্যবসায়ী সংবাদসংস্থাকে তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন  “হোটেল  থেকে অর্ডার যাই হোক না কেন, আমরা শনিবারের মধ্যেই সরবরাহ করে দিয়েছি।  আমরা রবিবার  কোনো ব্যবসা করবনা”।

দেশজুড়ে চলছে নবরাত্রির উদযাপন। শুধু বেঙ্গালুরুই নয় দেশের বিভিন্ন প্রান্তরে মাছ, মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়েছে। দক্ষিণদিল্লি, গাজিয়াবাদ,ফরিদাবাদ সহ একাধিক অঞ্চলেই স্থানীয় প্রশাসন এইনির্দেশ জারি করে।

 

উল্লেখ্য চৈত্র নবরাত্রির উদযাপনের মধ্যে দিয়ে আরাধনা করা হয় দেবী দুর্গা এবং তার নয়টি রূপের। এই সময়কালে, ভক্তরা দেবী দুর্গার কাছে তাদের প্রার্থনা করেন  এবং নয় দিন উপবাস পালন করেন।চৈত্র নবরাত্রির নবম দিনটি রাম নবমী বা হিন্দু ভগবান রামের জন্মদিন হিসেবে পালিত হয়।