ঈদ-উল আজহায় ১০ দিন ছুটির সিদ্ধান্ত বাংলাদেশে
- আপডেট : ৬ মে ২০২৫, মঙ্গলবার
- / 375
পুবের কলম,ওয়েবডেস্ক : আসন্ন ঈদ-উল আজহায় ১০ দিনের দীর্ঘ ছুটি পেতে যাচ্ছেন বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দীর্ঘ এ ছুটির মধ্যেও ‘কিন্তু’ রয়েছে। ঈদের আগের দুই শনিবার অফিস করতে হবে সরকারি চাকরিজীবীদের।
এদিন দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পোস্টে তিনি লেখেন, ‘ক্যাবিনেট সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ পাস করেছে। একইসঙ্গে ক্যাবিনেটে ঈদ-উল আজহায় ১০ দিনের ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ১৭ ও ২৪ মে-তে কর্মকর্তাদের অফিস করতে হবে।’
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ বা ৮ জুন দেশে পবিত্র ঈদ-উল আজহা পালিত হওয়ার কথা রয়েছে। এ বছর পবিত্র ঈদ-উল ফিতরেও ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার।
সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়েছিল। অবশ্য এই ছুটি শুরুর দুই দিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা ছিল।


















































