০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ জানুয়ারী ২০২৫, রবিবার
  • / 72

পুবের কলম, ওয়েব ডেস্ক: পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হুসেইন। এর মাধ্যমের উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে অনুমান তাদের।

সমুদ্রের পর এবার আকাশপথেও বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে পাকিস্তান। চলতি বছর যেকোনো সময় চালু হবে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট।

শনিবার পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের ওপর জোর দেন বাংলাদেশের হাইকমিশনার। সেখানে তিনি দুই দেশের মধ্যে ভ্রমণ সহজ করতে পুনরায় বিমান পরিষেবা চালু করার ইচ্ছা জানান।

পাকিস্তানে বাংলাদেশের পণ্যের চাহিদা এবং বাণিজ্যিক সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম ও করাচি শহরকে সংযুক্ত করা শিপিং রুটের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য চলমান রয়েছে। এছাড়া, হাইকমিশনার পাকিস্তানে বিনিয়োগের সুযোগের কথা বলেন, বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতে বিশাল সম্ভাবনা রয়েছে।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা

আপডেট : ২৬ জানুয়ারী ২০২৫, রবিবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হুসেইন। এর মাধ্যমের উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে অনুমান তাদের।

সমুদ্রের পর এবার আকাশপথেও বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে পাকিস্তান। চলতি বছর যেকোনো সময় চালু হবে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট।

শনিবার পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের ওপর জোর দেন বাংলাদেশের হাইকমিশনার। সেখানে তিনি দুই দেশের মধ্যে ভ্রমণ সহজ করতে পুনরায় বিমান পরিষেবা চালু করার ইচ্ছা জানান।

পাকিস্তানে বাংলাদেশের পণ্যের চাহিদা এবং বাণিজ্যিক সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম ও করাচি শহরকে সংযুক্ত করা শিপিং রুটের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য চলমান রয়েছে। এছাড়া, হাইকমিশনার পাকিস্তানে বিনিয়োগের সুযোগের কথা বলেন, বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতে বিশাল সম্ভাবনা রয়েছে।