১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পাবজি ও ফ্রি ফায়ারের মতো অনলাইন গেমগুলি বন্ধের নির্দেশ বাংলাদেশ হাইকোর্টের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ অগাস্ট ২০২১, সোমবার
  • / 9

পুবের কলম, ওয়েবডেস্কঃ অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ছে বর্তমান প্রজন্ম। শৈশব হারিয়ে যাচ্ছে এই গেম খেলার মধ্য দিয়ে। নেশায় বুঁদ হয়ে নানান ধরনের অপরাধমূলক ঘটনা বেড়ে চলেছে নিত্যদিন। এবার এই অনলাইন গেম বন্ধে কড়া সিদ্ধান্ত নিল বাংলাদেশ। অনলাইন প্ল্যাটফর্মে পাবজি ও ফ্রি ফায়ারের মতো আসক্তিকর গেম তিন মাসের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ, সোমবার রুলসহ এ আদেশ দেন।

এ রুলে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, স্বাস্থ্যসচিব, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ ব্যাঙ্কসহ বিবাদীদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি খাতুনকে দেশে ফেরানোর নির্দেশ দিল বাংলাদেশ

প্রসঙ্গত, এই অনলাইন গেমগুলিতে আসক্ত হয়ে পড়ছে কিশোর থেকে যুব সম্প্রদায়। অনলাইন গেমগুলি মানুষের জীবনের ঝুঁকি বাড়িয়ে তুলছে। লকডাউনে এই গেমগুলি খেলার প্রবণতা আরও মাথাচাড়া দিয়ে উঠেছে।

আশঙ্কার কথা মাথায় রেখে অ্যাপের ক্ষতিকর দিক তুলে ধরে তা বন্ধে পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ১৯ জুন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষে কাছে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশের জবাব না পেয়ে গত ২৪ জুন আদালতে এ রিটটি দায়ের করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

রিট আবেদনে বলা হয়, পাবজি ও ফ্রি ফায়ারের মতো গেমে দেশের যুবসমাজ ও শিশু-কিশোরেরা আসক্ত হয়ে পড়েছে। ফলে সামাজিক মূল্যবোধ, শিক্ষা–সংস্কৃতি বিনষ্ট হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম হয়ে পড়ছে মেধাহীন।

আদালতের আদেশের বিষয়ে আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির জানান, দেশের অনলাইন প্ল্যাটফর্মে পাবজি ও ফ্রি ফায়ারের মতো ক্ষতিকারক গেমের লিংক-গেটওয়ে তিন মাসের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আদালত জানতে চেয়েছে, পাবজি, ফ্রি ফায়ার, লাইকি, বিগো লাইভসহ ক্ষতিকারক সব গেম ও লাইভ স্ট্রিমিং অ্যাপ দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাবজি ও ফ্রি ফায়ারের মতো অনলাইন গেমগুলি বন্ধের নির্দেশ বাংলাদেশ হাইকোর্টের

আপডেট : ১৬ অগাস্ট ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ছে বর্তমান প্রজন্ম। শৈশব হারিয়ে যাচ্ছে এই গেম খেলার মধ্য দিয়ে। নেশায় বুঁদ হয়ে নানান ধরনের অপরাধমূলক ঘটনা বেড়ে চলেছে নিত্যদিন। এবার এই অনলাইন গেম বন্ধে কড়া সিদ্ধান্ত নিল বাংলাদেশ। অনলাইন প্ল্যাটফর্মে পাবজি ও ফ্রি ফায়ারের মতো আসক্তিকর গেম তিন মাসের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ, সোমবার রুলসহ এ আদেশ দেন।

এ রুলে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, স্বাস্থ্যসচিব, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ ব্যাঙ্কসহ বিবাদীদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি খাতুনকে দেশে ফেরানোর নির্দেশ দিল বাংলাদেশ

প্রসঙ্গত, এই অনলাইন গেমগুলিতে আসক্ত হয়ে পড়ছে কিশোর থেকে যুব সম্প্রদায়। অনলাইন গেমগুলি মানুষের জীবনের ঝুঁকি বাড়িয়ে তুলছে। লকডাউনে এই গেমগুলি খেলার প্রবণতা আরও মাথাচাড়া দিয়ে উঠেছে।

আশঙ্কার কথা মাথায় রেখে অ্যাপের ক্ষতিকর দিক তুলে ধরে তা বন্ধে পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ১৯ জুন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষে কাছে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশের জবাব না পেয়ে গত ২৪ জুন আদালতে এ রিটটি দায়ের করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

রিট আবেদনে বলা হয়, পাবজি ও ফ্রি ফায়ারের মতো গেমে দেশের যুবসমাজ ও শিশু-কিশোরেরা আসক্ত হয়ে পড়েছে। ফলে সামাজিক মূল্যবোধ, শিক্ষা–সংস্কৃতি বিনষ্ট হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম হয়ে পড়ছে মেধাহীন।

আদালতের আদেশের বিষয়ে আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির জানান, দেশের অনলাইন প্ল্যাটফর্মে পাবজি ও ফ্রি ফায়ারের মতো ক্ষতিকারক গেমের লিংক-গেটওয়ে তিন মাসের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আদালত জানতে চেয়েছে, পাবজি, ফ্রি ফায়ার, লাইকি, বিগো লাইভসহ ক্ষতিকারক সব গেম ও লাইভ স্ট্রিমিং অ্যাপ দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না?