ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের পোল্যান্ডে প্রবেশে পাশে আছে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

- আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার
- / 6
পুবের কলম, ওয়েবডেস্কঃ ইউক্রেন থেকে আটকে পড়া বাংদেশিরা যাতে পোল্যান্ডে সহজে ঢুকতে পারে, সেই বিষয়ে বাংলাদেশে তরফে সমস্ত সহায়তা করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়া আলম। বৃহস্পতিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৃহস্পতিবার সকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে রাশিয়া ইউক্রেনে ঢুকে পুরোদমে সশস্ত্র অভিযান শুরু করেছে। এরপর ইতিমধ্যেই ইউক্রেনের ৪০ ও রাশিয়ার ৫০ সেনা নিহত হয়েছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।
যুদ্ধ শুরুর আশঙ্কায় গত সপ্তাহে ইউক্রেনপ্রবাসী বাংলাদেশিদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছিল পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস। কিন্তু তাতে তেমন সাড়া পাওয়া যায়নি।
সূত্রের খবর, ইউক্রেনপ্রবাসী প্রায় ৫০০ বাংলাদেশি পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা ইউক্রেন ছাড়তে চাইলে কি সুবিধা পেতে পারেন সেই বিষয়ে আলোচনা চলছে। পোল্যান্ড দূতাবাস এই বিষয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। পোল্যান্ড সরকার আশ্বাস দিয়ে বলেছে, ইউক্রেন থেকে বাংলাদেশিরা তৃতীয় কোনও দেশে যাওয়ার জন্য পোল্যান্ডের ১৫ দিনের ভিসা পাবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ইউক্রেনে বসবাসকারী বাংলাদেশিদের নিয়ে আমাদের দূতাবাসের রাষ্ট্রদূত একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছেন। সেই বৈঠকে আলোচনা চলছে। আমাদের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, প্রায় আড়াই শো বাংলাদেশি এই গ্রুপের সদস্য হয়েছেন।
প্রতিমন্ত্রী জানান, আমরা পোল্যান্ড সরকারের পররাষ্ট্র মন্ত্রণায়কে জানিয়েছিলাম। তারা বলেছে, প্রয়োজন হলেই তারা জরুরি ভিত্তিতে ভিসার ব্যবস্থা করবে। তবে সেটি বাস্তবায়ন শুরু হয়নি। বৃহস্পতিবার সকালে আমরা পররাষ্ট্র দফতরে খোঁজ করেছি। যে আড়াই শো’র মতো বাঙলি ইউক্রেন থেকে পোল্যান্ডে আসতে চান তাদের যেন অন এরাইভাল ভিসা দেওয়া হবে। আমাদের দূতাবাস তাদের পরিচয় নিশ্চিত করবে। আমরা আমাদের ওয়ারশ দূতাবাসে এই জরুরি কার্যক্রম পরিচালনার জন্য ইউরোপের দুটি দেশ ইতালি ও জার্মানি থেকে প্রতিনিধিদের পাঠানো হচ্ছে।