১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পাক সফরে যাচ্ছে না বাংলাদেশ

ইমামা খাতুন
  • আপডেট : ১১ মে ২০২৫, রবিবার
  • / 100

পুবের কলম, ওয়েব ডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহে এ বার অনিশ্চিত হয়ে পড়ল বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন পাকিস্তান সিরিজ। এই সিরিজে দু’দলের মধ্যে পাঁচটি টি-২০ ম্যাচ খেলার কথা রয়েছে।

 

সিরিজের প্রথম ম্যাচ ২৫-মে। তবে ভারত-পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির কথা মাথায় রেখে এই সফর নিয়ে নতুন করে চিন্তাভাবনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে তারা এই পরিস্থিতিতে বাংলাদেশে যাবে না।

 

পাশাপাশি এক বিবৃতিতে বিসিবির তরফ থেকে বলা হয়েছে, ‘পাকিস্তানের বর্তমান পরিস্থিতির দিকে আমরা কড়া নজর রাখছি। দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিরাপত্তা সবার আগে। আর সেটা পাকিস্তানকে সুনিশ্চিত করতে হবে।

 

সেটা হলে তবেই সফর নিয়ে ইতিবাচক কিছু ভাবা যেতে পারে।’ এর পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এও জানিয়েছে, যে আমিরশাহী বা অন্য কোনও নিরপেক্ষ ভেন্যুতে খেলা হলে তারা পাকিস্তানের বিরুদ্ধে এই সিরিজ খেলতে পারে।

প্রসঙ্গত, পাকিস্তানে যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দুটি টি-২০ ম্যাচ খেলবে। যে ম্যাচ দুটি হবে যথাক্রকে ১৭ এবং ১৯ মে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাক সফরে যাচ্ছে না বাংলাদেশ

আপডেট : ১১ মে ২০২৫, রবিবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহে এ বার অনিশ্চিত হয়ে পড়ল বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন পাকিস্তান সিরিজ। এই সিরিজে দু’দলের মধ্যে পাঁচটি টি-২০ ম্যাচ খেলার কথা রয়েছে।

 

সিরিজের প্রথম ম্যাচ ২৫-মে। তবে ভারত-পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির কথা মাথায় রেখে এই সফর নিয়ে নতুন করে চিন্তাভাবনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে তারা এই পরিস্থিতিতে বাংলাদেশে যাবে না।

 

পাশাপাশি এক বিবৃতিতে বিসিবির তরফ থেকে বলা হয়েছে, ‘পাকিস্তানের বর্তমান পরিস্থিতির দিকে আমরা কড়া নজর রাখছি। দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিরাপত্তা সবার আগে। আর সেটা পাকিস্তানকে সুনিশ্চিত করতে হবে।

 

সেটা হলে তবেই সফর নিয়ে ইতিবাচক কিছু ভাবা যেতে পারে।’ এর পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এও জানিয়েছে, যে আমিরশাহী বা অন্য কোনও নিরপেক্ষ ভেন্যুতে খেলা হলে তারা পাকিস্তানের বিরুদ্ধে এই সিরিজ খেলতে পারে।

প্রসঙ্গত, পাকিস্তানে যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দুটি টি-২০ ম্যাচ খেলবে। যে ম্যাচ দুটি হবে যথাক্রকে ১৭ এবং ১৯ মে।