২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বারুইপুর থেকে গ্রেফতার এক বাংলাদেশী নাগরিক, উদ্ধার ভুয়ো পরিচয়পত্র

সুস্মিতা
  • আপডেট : ৬ অক্টোবর ২০২৫, সোমবার
  • / 262

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : আবার বারুইপুর থেকে গ্রেফতার বাংলাদেশী।বারুইপুর থানার পুলিশ গ্রেফতার করল এক বাংলাদেশি নাগরিককে। অভিযুক্তের নাম মুহাম্মদ সুজন মোল্লা।পুলিশ সুত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে সে।তারপর থেকেই বারুইপুরের চম্পাহাটি সোল গোয়ালিয়া এলাকায় ভুয়ো পরিচয়ে বসবাস করছিল।

অভিযোগ, স্থানীয় আলমগীর মোল্লা নামে এক ব্যক্তিকে নিজের ‘বাবা’ হিসাবে দেখিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি প্যান কার্ডও তৈরি করে ফেলেছিল ধৃত সুজন।পুলিশের তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। সুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ইন্টারন্যাশনাল পাসপোর্ট ও।

আরও পড়ুন: বিতানের স্ত্রী সোহিনীকে ভারতীয় নাগরিকত্ব দিল কেন্দ্র

মনে করা হচ্ছে, এই নথিগুলো ব্যবহার করেই সে সীমান্ত এলাকা পারাপার করতো। শুধু তাই নয়, সুজন নাকি ছিনতাইচক্রের সঙ্গেও যুক্ত ছিল। পুলিশের দাবি, বাইক ও মোবাইল ছিনতাই করে সেগুলি বাংলাদেশে পাচার করা ছিল তার নিত্যকার কাজ।এই ঘটনায় শুধু সুজন নয়, তাকে সাহায্য করার অভিযোগে আলমগীর মোল্লাকেও গ্রেফতার করেছে পুলিশ।দুটি মোবাইল, একাধিক ভুয়ো নথি ও পাসপোর্ট বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। কীভাবে দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে সে এখানে ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: স্পেসএক্সে চাকরি পেল ১৪ বছরের বাংলাদেশি বংশোদ্ভূত

আরও পড়ুন: বাংলাদেশি অভিযোগে তিনমাস বেঙ্গালুরুর জেলে জামালপুরের দম্পতি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বারুইপুর থেকে গ্রেফতার এক বাংলাদেশী নাগরিক, উদ্ধার ভুয়ো পরিচয়পত্র

আপডেট : ৬ অক্টোবর ২০২৫, সোমবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : আবার বারুইপুর থেকে গ্রেফতার বাংলাদেশী।বারুইপুর থানার পুলিশ গ্রেফতার করল এক বাংলাদেশি নাগরিককে। অভিযুক্তের নাম মুহাম্মদ সুজন মোল্লা।পুলিশ সুত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে সে।তারপর থেকেই বারুইপুরের চম্পাহাটি সোল গোয়ালিয়া এলাকায় ভুয়ো পরিচয়ে বসবাস করছিল।

অভিযোগ, স্থানীয় আলমগীর মোল্লা নামে এক ব্যক্তিকে নিজের ‘বাবা’ হিসাবে দেখিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি প্যান কার্ডও তৈরি করে ফেলেছিল ধৃত সুজন।পুলিশের তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। সুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ইন্টারন্যাশনাল পাসপোর্ট ও।

আরও পড়ুন: বিতানের স্ত্রী সোহিনীকে ভারতীয় নাগরিকত্ব দিল কেন্দ্র

মনে করা হচ্ছে, এই নথিগুলো ব্যবহার করেই সে সীমান্ত এলাকা পারাপার করতো। শুধু তাই নয়, সুজন নাকি ছিনতাইচক্রের সঙ্গেও যুক্ত ছিল। পুলিশের দাবি, বাইক ও মোবাইল ছিনতাই করে সেগুলি বাংলাদেশে পাচার করা ছিল তার নিত্যকার কাজ।এই ঘটনায় শুধু সুজন নয়, তাকে সাহায্য করার অভিযোগে আলমগীর মোল্লাকেও গ্রেফতার করেছে পুলিশ।দুটি মোবাইল, একাধিক ভুয়ো নথি ও পাসপোর্ট বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। কীভাবে দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে সে এখানে ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: স্পেসএক্সে চাকরি পেল ১৪ বছরের বাংলাদেশি বংশোদ্ভূত

আরও পড়ুন: বাংলাদেশি অভিযোগে তিনমাস বেঙ্গালুরুর জেলে জামালপুরের দম্পতি