২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ বাংলাদেশের প্রধান উপেদষ্টা ইউনূসের

চামেলি দাস
  • আপডেট : ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার
  • / 78

পুবের কলম ওয়েবডেস্ক: ভারতের গুজরাতে ২৪২ আরোহী নিয়ে প্লেন বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা ৩৮ মিনিটে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই একটি আবাসিক এলাকায় গিয়ে ভেঙে পড়ে। প্লেন বিধ্বস্তের ঘটনায় শোক জানানোর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: গুজরাতের বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আহমেদাবাদে ২৪২ যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার মর্মান্তিক খবরে আমি স্তম্ভিত। এ মর্মান্তিক ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের সবার প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

আরও পড়ুন: দুর্ঘটনার জেরে আহমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর বন্ধ করা হল

বার্তায় তিনি আরও বলেন, এই কঠিন সময়ে আমাদের সকল চিন্তা ও প্রার্থনা নিহতদের এবং তাদের প্রিয়জনদের সঙ্গে রয়েছে। আমরা ভারতের জনগণ এবং সরকারের পাশে আছি এবং যে কোনো ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছি।

আরও পড়ুন: আহমদাবাদ বিমান দুর্ঘটনায় বাতিল কলকাতা-আহমদাবাদ উড়ান

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ বাংলাদেশের প্রধান উপেদষ্টা ইউনূসের

আপডেট : ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ভারতের গুজরাতে ২৪২ আরোহী নিয়ে প্লেন বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা ৩৮ মিনিটে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই একটি আবাসিক এলাকায় গিয়ে ভেঙে পড়ে। প্লেন বিধ্বস্তের ঘটনায় শোক জানানোর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: গুজরাতের বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আহমেদাবাদে ২৪২ যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার মর্মান্তিক খবরে আমি স্তম্ভিত। এ মর্মান্তিক ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের সবার প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

আরও পড়ুন: দুর্ঘটনার জেরে আহমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর বন্ধ করা হল

বার্তায় তিনি আরও বলেন, এই কঠিন সময়ে আমাদের সকল চিন্তা ও প্রার্থনা নিহতদের এবং তাদের প্রিয়জনদের সঙ্গে রয়েছে। আমরা ভারতের জনগণ এবং সরকারের পাশে আছি এবং যে কোনো ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছি।

আরও পড়ুন: আহমদাবাদ বিমান দুর্ঘটনায় বাতিল কলকাতা-আহমদাবাদ উড়ান