পুবের কলম ওয়েবডেস্কঃ ধর্মঘটের পথে অনড় ব্যাঙ্ক কর্মীদের সংগঠনগুলি। সপ্তাহে ৫দিন কর্মদিবস থেকে শুরু করে ব্যাঙ্ক কর্মীদের জন্য পি এস ব্যবস্থা তুলে নেওয়া ও পুরনো পেনশন ব্যবস্থা চালু করা সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তারা আগে থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আগেই তারা হুঁশিয়ারি দিয়েছিল দাবি-দাওয়া না মিটলে ২৭ জুন সোমবার তারা ব্যাঙ্ক ধর্মঘটের পথে হাঁটবে।
সেই মতো মঙ্গলবার দিল্লিতে মুখ্য লেবার কমিশনার এস সি জোশীর সঙ্গে বৈঠক হয় ব্যাঙ্ক কর্মীদের সংগঠনগুলির। কিন্তু, সেই বৈঠকে কোনও রফাসূত্র না মেলায় বৈঠক অনড় থাকার কথা জানিয়েছে ব্যাঙ্ক কর্মীদের সংগঠনগুলি। তাদের অভিযোগ, দাবি-দাওয়ার সমাধানের কোনও আশ্বাসই দিতে পারেনি লেবার কমিশনার। তাই তারা বাধ্য হয়েই ধর্মঘটের পথে হাঁটছে।
এই প্রসঙ্গে ব্যাঙ্ক কর্মচারীদের সংগঠন এআইবিইএ-র সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কটাচালম জানান, লেবার কমিশন তাঁদের কোনও ইতিবাচক আশ্বাস দিতে পারেননি। দাবি না মেটায় তাঁরা সোমবার ধর্মঘটে অনড় থাকছেন। ব্যাঙ্ক কর্মীদের আর একটি সংগঠন জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ শ্যামবাজার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে একটি পথসভা করা হবে। সেখান থেকে সোমবারের ব্যাঙ্ক ধর্মঘট সফল করার আহ্বান জানানো হবে।
ব্যাঙ্ককর্মীদের দাবি, সপ্তাহে ৫দিন কর্মদিবস করতে হবে। অর্থাৎ, প্রতি সপ্তাহে শনি-রবি ছুটি রাখতে হবে।২০১০ সালের এপ্রিল মাসের পর থেকে সব ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের জন্য এপিএস ব্যবস্থা তুলে দিতে হবে এবং তাঁদের জন্য পুরনো পেনশন ব্যবস্থা চালু করতে হবে। তবে ধর্মঘট রুখতে মরিয়া লেবার কমিশন। আজ ২৩ জুন ব্যাঙ্ক ইউনিয়নগুলির সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছে তারা। আজকের বৈঠকে কোনও সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা সেটাই দেখার।




























