১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে, বালুরঘাট শহরের আত্রেয়ী নদীর উপর নব নির্মিত চেক ড্যায়মে অবাধে চলছে স্নান

নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর:  অতি বিপদজনক জায়গা বলে একদিকে স্নান না করার লিখন রয়েছে।  পুলিশের নিষেধাজ্ঞা  উপেক্ষা করেই এই প্রচণ্ড গরমে বালুরঘাট শহরের আত্রেয়ী নদীর উপর নব নির্মিত চেক ড্যামে অবাধে চলছে স্নান পর্ব ও হুল্লোড়। যে কোন সময় বড় রকমের দুর্ঘটনা ঘটলেও ঘটে যেতে পারে বলে এলাকার অনেকের আশংকা। যদিও কয়েকদিন আগেই ওই নির্মিত এলাকায় গিয়ে পুলিশ গিয়ে হঠিয়ে দেয় স্নানরত মানুষজনদের। দুই সিভিক এলাকায় মজুদ থাকতে দেখা গেলেও যথারীতি আনন্দে স্নান পর্বে মেতে মানুষজনরা। রীতিমতো টোটো ও মোটর বাইকে করে তরুন তরুণীরা এই গরম থেকে রেহাই পেতে দল বেধে নদীতে নেমে দাপাদাপি হই হৈল্লুড়ে মেতে উঠতে দেখা যাচ্ছে প্রায় নিত্যদিন সকাল থেকে বিকেল।

মুলত বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে প্রবেশ হওয়া আত্রেয়ী নদীতে  ওপার বাংলার দিনাজপুরে রাবার বাধ দেওয়ায় বেশ কয়েক বছর ধরে জেলার লাইফ লাইন হিসেবে খ্যাত আত্রেয়ী নদীর জল সুখা মরসুমে জল থাকছিল না বললেই চলে। যার ফলে কৃষিজীবী থেকে মৎসজীবীদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়। সেদিকে লক্ষ রেখেই মুখ্যমন্ত্রী ২০২১ জেলায় প্রশাসনিক বৈঠক করতে এসে এই চেক ড্যাম করার নির্দেশ দেন সেচ দফতরকে। যাতে দক্ষিণ দিনাজপুর সহ বিস্তীর্ণ এলাকার কৃষকদের চাষাবাদের সমস্যার অনকটাই সমাধান হয়। এর পরেই বালুরঘাট শহরের শ্মশানঘাট এলাকায় আত্রেয়ী নদীর উপর এই চেক ড্যাম নির্মাণে নামে সেচ দফতর।

আরও পড়ুন: ১ লক্ষ টাকার মোবাইল ফোন উদ্ধারে বাঁধ থেকে তোলা হল ২১ লক্ষ লিটার জল! ৫৩ হাজার টাকা জরিমানা

অর্ধনির্মিত এই চেক ড্যাম ই এখন যেমন শহরের বাসিন্দাদের কাছে স্নান পর্বের জায়গা হয়ে উঠেছে। তেমনি হয়ে উঠেছে দর্শনীয় স্থান। তাই সকাল থেকে সন্ধে অবদ্ধি ড্যাম গড়ার কাজ ও নদীর জলস্রোত দেখতে দলে দলে ভীড় জমাচ্ছে শহরবাসি।

আরও পড়ুন: ভারত সীমান্তের কাছে বাঁধ নির্মাণ চিনের, ধরা পড়ল উপগ্রহ চিত্রে

আরও পড়ুন: নব নির্মিত টালা ব্রিজে যান চলাচল শুরু হবে মহালয়ার দিন থেকে
সর্বধিক পাঠিত

নিউ আলিপুর-সহ পাঁচ জায়গায় ভোর থেকে সিবিআইয়ের তল্লাশি, মোতায়েন বাড়তি বাহিনী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে, বালুরঘাট শহরের আত্রেয়ী নদীর উপর নব নির্মিত চেক ড্যায়মে অবাধে চলছে স্নান

আপডেট : ১০ মে ২০২৩, বুধবার

নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর:  অতি বিপদজনক জায়গা বলে একদিকে স্নান না করার লিখন রয়েছে।  পুলিশের নিষেধাজ্ঞা  উপেক্ষা করেই এই প্রচণ্ড গরমে বালুরঘাট শহরের আত্রেয়ী নদীর উপর নব নির্মিত চেক ড্যামে অবাধে চলছে স্নান পর্ব ও হুল্লোড়। যে কোন সময় বড় রকমের দুর্ঘটনা ঘটলেও ঘটে যেতে পারে বলে এলাকার অনেকের আশংকা। যদিও কয়েকদিন আগেই ওই নির্মিত এলাকায় গিয়ে পুলিশ গিয়ে হঠিয়ে দেয় স্নানরত মানুষজনদের। দুই সিভিক এলাকায় মজুদ থাকতে দেখা গেলেও যথারীতি আনন্দে স্নান পর্বে মেতে মানুষজনরা। রীতিমতো টোটো ও মোটর বাইকে করে তরুন তরুণীরা এই গরম থেকে রেহাই পেতে দল বেধে নদীতে নেমে দাপাদাপি হই হৈল্লুড়ে মেতে উঠতে দেখা যাচ্ছে প্রায় নিত্যদিন সকাল থেকে বিকেল।

মুলত বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে প্রবেশ হওয়া আত্রেয়ী নদীতে  ওপার বাংলার দিনাজপুরে রাবার বাধ দেওয়ায় বেশ কয়েক বছর ধরে জেলার লাইফ লাইন হিসেবে খ্যাত আত্রেয়ী নদীর জল সুখা মরসুমে জল থাকছিল না বললেই চলে। যার ফলে কৃষিজীবী থেকে মৎসজীবীদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়। সেদিকে লক্ষ রেখেই মুখ্যমন্ত্রী ২০২১ জেলায় প্রশাসনিক বৈঠক করতে এসে এই চেক ড্যাম করার নির্দেশ দেন সেচ দফতরকে। যাতে দক্ষিণ দিনাজপুর সহ বিস্তীর্ণ এলাকার কৃষকদের চাষাবাদের সমস্যার অনকটাই সমাধান হয়। এর পরেই বালুরঘাট শহরের শ্মশানঘাট এলাকায় আত্রেয়ী নদীর উপর এই চেক ড্যাম নির্মাণে নামে সেচ দফতর।

আরও পড়ুন: ১ লক্ষ টাকার মোবাইল ফোন উদ্ধারে বাঁধ থেকে তোলা হল ২১ লক্ষ লিটার জল! ৫৩ হাজার টাকা জরিমানা

অর্ধনির্মিত এই চেক ড্যাম ই এখন যেমন শহরের বাসিন্দাদের কাছে স্নান পর্বের জায়গা হয়ে উঠেছে। তেমনি হয়ে উঠেছে দর্শনীয় স্থান। তাই সকাল থেকে সন্ধে অবদ্ধি ড্যাম গড়ার কাজ ও নদীর জলস্রোত দেখতে দলে দলে ভীড় জমাচ্ছে শহরবাসি।

আরও পড়ুন: ভারত সীমান্তের কাছে বাঁধ নির্মাণ চিনের, ধরা পড়ল উপগ্রহ চিত্রে

আরও পড়ুন: নব নির্মিত টালা ব্রিজে যান চলাচল শুরু হবে মহালয়ার দিন থেকে