বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের ফাঁদ– বাংলাদেশ নিয়ে নয়া ছক চিনের!

- আপডেট : ৮ এপ্রিল ২০২২, শুক্রবার
- / 15
পুবের কলম প্রতিবেদক: দিন দিন ভারতীয় উপমহাদেশে কৌশলগত অবস্থান মজবুত করছে চিন । এবার চিনের নজর বাংলাদেশের দিকে। বাংলাদেশকে বাগে আনতে মরিয়া জিনপিং প্রশাসন। ফলে তারা হাতিয়ার হিসাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্প গ্রহণ করেছে । জানা গিয়েছে, এবার সেই প্রকল্পের অধীনে বাংলাদেশে পরিকাঠামো নির্মাণ করতে চায় চিন।
বাংলাদেশে পরিকাঠামো নির্মাণে জোর দিয়েছে চিন। হাতিয়ার ‘বেল্ট অ্যান্ড রোড’-এর নামে দেশটিতে একাধিক প্রকল্প শুরু করার তোড়জোড় শুরু করেছে বেজিং। আর সেই মর্মে ঢাকার সঙ্গে আলোচনাও চালাচ্ছে দেশটি। জানা গিয়েছে, সুদূর ভবিষ্যতের কথা মাথায় রেখে হাসিনা সরকারের কাছে একটি হাইওয়ে নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব দিয়েছে চিন। বিশ্লেষকদের মতে, ভারতের প্রতিরক্ষা জনিত উদ্বেগের কথা মাথায় রেখেই এই মুহূর্তে চিনকে বিশেষ সুবিধা পাইয়ে দিতে রাজি নন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৬ সালে চিনের ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পে যোগ দেয় বাংলাদেশ। সেই চুক্তি মতে, হাইওয়ে নেটওয়ার্ক গড়ে তুলতে ঢাকাকে ১.১৩ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক মদত দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে শি জিনপিং প্রশাসন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চিন আগ্রহ প্রকাশ করলেও এই প্রকল্প নিয়ে এখনও পর্যন্ত সেইভাবে কোনও আগ্রহ প্রকাশ করেনি হাসিনা সরকার।