বাংলার হজযাত্রীদের নিয়ে সউদির উদ্দেশ্যে রওনা হল প্রথম উড়ান

- আপডেট : ১৬ মে ২০২৫, শুক্রবার
- / 609
আবদুল ওদুদ: পশ্চিমবাংলা থেকে শুক্রবার ৩২১ জন যাত্রীকে নিয়ে প্রথম বিমানটি মক্কার উদ্দেশ্যে রওনা হয়। বিমানবন্দরে উপস্থিত ছিলেন হজ কমিটির চেয়ারম্যান সাংসদ খলিলুর রহমান, রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, আইএএস পিবি সালিম,শাকিল আহমেদ-সহ বিশিষ্টজনেরা।
ফিরহাদ হাকিম বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে গত কয়েক বছর ধরে হজ পরিষেবা প্রদান করা হচ্ছে।তিনি বাংলার হজ যাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন। পরিষেবা প্রদানে যাতে কোনও ঘাটতি না থাকে সে ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রথম উড়ানে ৩২১ জন হজযাত্রী মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। তারা রাজ্যবাসীর জন্য দোয়া করেন। মুখ্যমন্ত্রীর জন্য দোয়া করেন। বাংলায় যাতে সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে তার জন্য দোয়ার আবেদন জানান হজযাত্রীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা সম্প্রীতির পীঠস্থান। এখানে বিভেদগামী শক্তি কোন মতেই কিছু করতে পারবে না বলে মন্তব্য করেন ফিরহাদ।