১৬ জুলাই ২০২৫, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হজ সমাপন করে ঘরে ফিরবেন বাংলার হাজিরা, প্রস্তুতি বৈঠক হজ কমিটির

চামেলি দাস
  • আপডেট : ১৩ জুন ২০২৫, শুক্রবার
  • / 127

আবদুল ওদুদ: ২০২৫ সালের পবিত্র হজ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন দেশের হাজিরা ঘরে ফিরতে শুরু করেছেন। কিন্তু পশ্চিমবঙ্গের হাজিরা এখনো ঘরে ফিরবেন কদিন পরে, কিন্তু তার আগে নিজেদের প্রস্তুতি সেরে নিলো পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি।

আগামী ২৭  জুন নবীর শহর সোনার মদিনা থেকে পশ্চিমবঙ্গের হজ যাত্রীদের প্রথম উড়ান কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাবে ।তার আগে বিমানবন্দরের প্রস্তুতি, রাজ্য হজ কমিটির প্রস্তুতি কেমন তার সমস্ত কিছুই খতিয়ে দেখলেন পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান।

আরও পড়ুন: লখনউতে অবতরণের সময়ই চাকায় ধরল আগুন, সউদি আরব থেকে ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরছিল

শুক্রবার সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রধান সচিব আইএএস পিবি সালিমের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় । সেখানে বিভিন্ন এজেন্সির আধিকারিকরা উপস্থিত ছিলেন ।বিশেষ করে বিমানবন্দর কর্তৃপক্ষ, সিআইএসএফ, স্পাইসজেট বিমান সংস্থা , রাজ্য স্বাস্থ্য দপ্তর পিডব্লিউডি, উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন, বিধান নগর পুলিশ কমিশনারেট, কলকাতা পুলিশ সহঅন্যান্য দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় নিউটাউনের মদিনাতুল হুজ্জাজে ।

আরও পড়ুন: হজ শুরু: তাঁবুর শহর মিনায় উপস্থিত আল্লাহর মেহমানরা

পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সাংসদ খলিলুর রহমান বলেন, হজ ব্যবস্থাপনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর এবার হাজীদের ফেরার পালা। বিমানবন্দর এলাকায় কয়েকটি গেট দিয়ে হাজিরা যাতে সুষ্ঠুভাবে বেরিয়ে আসতে পারে তার সমস্ত ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: কাবা শরীফে চালু বিশ্বের সবচেয়ে বড় কুলিং প্ল্যান্ট

হাজিরা সরাসরি বিমানবন্দর থেকে নিজের বাড়িতে যেতে পারবেন কেউ যদি মনে করেন মদিনাতুল হুজ্জাজে যে অবস্থান করবেন তারও ব্যবস্থা করা হয়েছে বিমানবন্দর এলাকায় যাতে সুষ্ঠুভাবে বেরিয়ে আসতে পারে তার জন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবক থাকবে। হাজীদের বিমানবন্দরে জমজমের পানি  দিয়ে দেয়া হবে বলে খলিলুর রহমান জানান।

পিবি সালিম বলেন , হাজীদের পরিষেবা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি প্রস্তুত। পাশাপাশি সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আধিকারিকরা বিমানবন্দরে উপস্থিত থেকে হাজীদের পরিষেবা প্রদান করবেন ।প্রতিদিন নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের মন্ত্রী ,সাংসদরা উপস্থিত থাকবেন।

এদিন প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তরের কমিশনার শাকিল আহমেদ,  বিশেষ সচিব ওবায়দুর রহমান,রাজ্য হজ কমিটির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শাহিদ আলম, রাজ্য হজ কমিটির সদস্য কুতুব উদ্দিন তরফদার প্রমুখ।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হজ সমাপন করে ঘরে ফিরবেন বাংলার হাজিরা, প্রস্তুতি বৈঠক হজ কমিটির

আপডেট : ১৩ জুন ২০২৫, শুক্রবার

আবদুল ওদুদ: ২০২৫ সালের পবিত্র হজ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন দেশের হাজিরা ঘরে ফিরতে শুরু করেছেন। কিন্তু পশ্চিমবঙ্গের হাজিরা এখনো ঘরে ফিরবেন কদিন পরে, কিন্তু তার আগে নিজেদের প্রস্তুতি সেরে নিলো পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি।

আগামী ২৭  জুন নবীর শহর সোনার মদিনা থেকে পশ্চিমবঙ্গের হজ যাত্রীদের প্রথম উড়ান কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাবে ।তার আগে বিমানবন্দরের প্রস্তুতি, রাজ্য হজ কমিটির প্রস্তুতি কেমন তার সমস্ত কিছুই খতিয়ে দেখলেন পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান।

আরও পড়ুন: লখনউতে অবতরণের সময়ই চাকায় ধরল আগুন, সউদি আরব থেকে ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরছিল

শুক্রবার সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রধান সচিব আইএএস পিবি সালিমের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় । সেখানে বিভিন্ন এজেন্সির আধিকারিকরা উপস্থিত ছিলেন ।বিশেষ করে বিমানবন্দর কর্তৃপক্ষ, সিআইএসএফ, স্পাইসজেট বিমান সংস্থা , রাজ্য স্বাস্থ্য দপ্তর পিডব্লিউডি, উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন, বিধান নগর পুলিশ কমিশনারেট, কলকাতা পুলিশ সহঅন্যান্য দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় নিউটাউনের মদিনাতুল হুজ্জাজে ।

আরও পড়ুন: হজ শুরু: তাঁবুর শহর মিনায় উপস্থিত আল্লাহর মেহমানরা

পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সাংসদ খলিলুর রহমান বলেন, হজ ব্যবস্থাপনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর এবার হাজীদের ফেরার পালা। বিমানবন্দর এলাকায় কয়েকটি গেট দিয়ে হাজিরা যাতে সুষ্ঠুভাবে বেরিয়ে আসতে পারে তার সমস্ত ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: কাবা শরীফে চালু বিশ্বের সবচেয়ে বড় কুলিং প্ল্যান্ট

হাজিরা সরাসরি বিমানবন্দর থেকে নিজের বাড়িতে যেতে পারবেন কেউ যদি মনে করেন মদিনাতুল হুজ্জাজে যে অবস্থান করবেন তারও ব্যবস্থা করা হয়েছে বিমানবন্দর এলাকায় যাতে সুষ্ঠুভাবে বেরিয়ে আসতে পারে তার জন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবক থাকবে। হাজীদের বিমানবন্দরে জমজমের পানি  দিয়ে দেয়া হবে বলে খলিলুর রহমান জানান।

পিবি সালিম বলেন , হাজীদের পরিষেবা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি প্রস্তুত। পাশাপাশি সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আধিকারিকরা বিমানবন্দরে উপস্থিত থেকে হাজীদের পরিষেবা প্রদান করবেন ।প্রতিদিন নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের মন্ত্রী ,সাংসদরা উপস্থিত থাকবেন।

এদিন প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তরের কমিশনার শাকিল আহমেদ,  বিশেষ সচিব ওবায়দুর রহমান,রাজ্য হজ কমিটির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শাহিদ আলম, রাজ্য হজ কমিটির সদস্য কুতুব উদ্দিন তরফদার প্রমুখ।