০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

তীব্র যানজট রুখতে বেঙ্গালুরুতে শুরু হতে চলেছে হেলিকপ্টার পরিষেবা, জেনে নিন বিস্তারিত

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 101

পুবের কলম ওয়েব ডেস্ক: তীব্র যানজটে নাজেহাল বেঙ্গালুরুবাসী। এবার যানজটে আটকে অস্থির জনতাদের রেহাই দিতে শহরের মধ্যে চালু হতে চলেছে হেলিকপ্টার পরিষেবা। বেঙ্গালুরু বিমানবন্দর এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) বিমানবন্দরের মধ্যে এই হেলিকপ্টার পরিষেবা চালু হতে চলেছে। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে যেখানে সময় লাগতো কয়েক ঘণ্টা। সেখানে এই পরিষেবার মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই মধ্যেই নিজের গন্তব্যে পৌঁছতে পারবেন তারা। নবনির্মিত এই হেলিকপ্টারের নাম এইচ১২৫ ডিভিজি এয়ারবাস। শুধু বিমানবন্দর থেকে না শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারে বসেই যেতে পারবেন আপনি। আরও ৫ টি গাড়ির মত দাঁড়িয়ে থাকবে হেলিকপ্টার।

উল্লেখ্য এইচ১২৫ ডিভিজি এয়ারবাস হেলিকপ্টারে পাঁচ জন যাত্রী একসঙ্গে যাত্রা করতে পারেন। এই হেলিকপ্টারের টিকিটের মূল্য বাবদ প্রতি যাত্রীদের দিতে হবে ৩,২৫০ টাকা, তার উপর কিছু করও ধার্য করা হতে পারে বলেই সূত্রের খবর। চলতি বছরের ১০ অক্টোবর থেকে  এই পরিষেবা শুরু হতে পারে বলেই সংবাদ মাধ্যম সুত্রে খবর।

আরও পড়ুন: দুর্ঘটনার জের, বেঙ্গালুরু থেকে সরছে একাধিক ম্যাচ

 

আরও পড়ুন: বেঙ্গালুরু পদপিষ্টের ঘটনায় মুখ খুললেন উপ মুখ্যমন্ত্রী ডি শিবকুমার

সংবাদ মাধ্যম সূত্রে খবর, সপ্তাহে ৫ দিন করে এই হেলিকপ্টারটি চালানো হবে। উল্লেখ্য, ইন্দিরানগর ও কোরামঙ্গলা মত জনপ্রিয় এলাকা এবং আইটি পার্কের কাছে অবস্থিত এইচএএল বিমানবন্দরটি। তাই কর্পোরেট যাত্রীদের জন্য বেশ সুবিধাজনক হবে বলে মনে করছে ওয়াকিফাল মহল।সাধারণত বেঙ্গালুরু থেকে এইচএএল বিমানবন্দরে যাওয়ার হেলিকপ্টার সকাল ৯ টায় ছাড়বে এবং বিকেলে ৪ টে ১৫ নাগাদ সেই কপ্টারটি ফেরত যাবে।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে ভারী বৃষ্টি, মৃত ৩

তবে এই পরিষেবার চালু হলে সাধারণ মানুষের কতটা সুবিধা হবে তা সময়ের অপেক্ষা মাত্র।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তীব্র যানজট রুখতে বেঙ্গালুরুতে শুরু হতে চলেছে হেলিকপ্টার পরিষেবা, জেনে নিন বিস্তারিত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: তীব্র যানজটে নাজেহাল বেঙ্গালুরুবাসী। এবার যানজটে আটকে অস্থির জনতাদের রেহাই দিতে শহরের মধ্যে চালু হতে চলেছে হেলিকপ্টার পরিষেবা। বেঙ্গালুরু বিমানবন্দর এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) বিমানবন্দরের মধ্যে এই হেলিকপ্টার পরিষেবা চালু হতে চলেছে। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে যেখানে সময় লাগতো কয়েক ঘণ্টা। সেখানে এই পরিষেবার মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই মধ্যেই নিজের গন্তব্যে পৌঁছতে পারবেন তারা। নবনির্মিত এই হেলিকপ্টারের নাম এইচ১২৫ ডিভিজি এয়ারবাস। শুধু বিমানবন্দর থেকে না শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারে বসেই যেতে পারবেন আপনি। আরও ৫ টি গাড়ির মত দাঁড়িয়ে থাকবে হেলিকপ্টার।

উল্লেখ্য এইচ১২৫ ডিভিজি এয়ারবাস হেলিকপ্টারে পাঁচ জন যাত্রী একসঙ্গে যাত্রা করতে পারেন। এই হেলিকপ্টারের টিকিটের মূল্য বাবদ প্রতি যাত্রীদের দিতে হবে ৩,২৫০ টাকা, তার উপর কিছু করও ধার্য করা হতে পারে বলেই সূত্রের খবর। চলতি বছরের ১০ অক্টোবর থেকে  এই পরিষেবা শুরু হতে পারে বলেই সংবাদ মাধ্যম সুত্রে খবর।

আরও পড়ুন: দুর্ঘটনার জের, বেঙ্গালুরু থেকে সরছে একাধিক ম্যাচ

 

আরও পড়ুন: বেঙ্গালুরু পদপিষ্টের ঘটনায় মুখ খুললেন উপ মুখ্যমন্ত্রী ডি শিবকুমার

সংবাদ মাধ্যম সূত্রে খবর, সপ্তাহে ৫ দিন করে এই হেলিকপ্টারটি চালানো হবে। উল্লেখ্য, ইন্দিরানগর ও কোরামঙ্গলা মত জনপ্রিয় এলাকা এবং আইটি পার্কের কাছে অবস্থিত এইচএএল বিমানবন্দরটি। তাই কর্পোরেট যাত্রীদের জন্য বেশ সুবিধাজনক হবে বলে মনে করছে ওয়াকিফাল মহল।সাধারণত বেঙ্গালুরু থেকে এইচএএল বিমানবন্দরে যাওয়ার হেলিকপ্টার সকাল ৯ টায় ছাড়বে এবং বিকেলে ৪ টে ১৫ নাগাদ সেই কপ্টারটি ফেরত যাবে।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে ভারী বৃষ্টি, মৃত ৩

তবে এই পরিষেবার চালু হলে সাধারণ মানুষের কতটা সুবিধা হবে তা সময়ের অপেক্ষা মাত্র।