ভারত জোড়ো যাত্রাই ছিল কর্নাটক সাফল্যের মাস্টার স্ট্রোক, দাবি কংগ্রেসের
ইমামা খাতুন
- আপডেট :
১৩ মে ২০২৩, শনিবার
- / 19
পুবের কলম, ওয়েবডেস্ক: কর্নাটকে জয়ের মুখে কংগ্রেস। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে হাত শিবির। আর এই সাফল্যের জন্য রাহুল গান্ধির ‘ভারত জোড়ো’ যাত্রাকেই কৃতিত্ব দিচ্ছে কংগ্রেস নেতৃত্ব।
গণনা শুরু হতেই হাত শিবিরের জয় জয় রব উঠেছিল। বিজেপিকে পিছনে ফেলে রুদ্ধশ্বাস গতিতে একটির পর একটি আসনে এগিয়ে যাচ্ছিল কংগ্রেস। আর তারপরই কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে থেকে একটি ভিডিয়ো মন্তাজ আপলোড করা হয়। সেই ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় গান ‘আনস্টপেবল’। আর ‘ভারত জোড়া যাত্রা’ থেকে রাহুল গান্ধির টুকরো টুকরো ছবি ভেসে উঠছে ভিডিয়োতে। আর এই টুইটের ক্যাপশানে লেখা হয়েছে, “আমি অপরাজেয়, আমি খুব আত্মবিশ্বাসী, হ্যাঁ আজ আমি অপ্রতিরোধ্য।”
প্রসঙ্গত, গত ৩৮ বছরের ইতিহাসে কোনও দল দ্বিতীয়বার কর্নাটকে ক্ষমতা দখল করতে পারেনি। এবারও সেই ট্রেন্ডই বজায় থাকতে চলেছে।
কংগ্রেসের বিভিন্ন রাজ্যের মুখপাত্ররা কর্নাটকে জয়ের জন্য রাহুলের ভারত জোড়ো যাত্রাকেই কৃতিত্ব দিচ্ছেন। রাজস্থান কংগ্রেসের মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান নেতা অশোক গেহলট বলেছেন, ‘রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রার সুফল দেখা যাচ্ছে কর্নাটকে। কর্নাটকে ভারত জোড়ো যাত্রার সময় বিপুল সাড়া মিলেছিল। কর্নাটকের পর রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলঙ্গনাতেও একই ছবি দেখা যাবে।’