১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে ভারত সেবাশ্রম সঙ্ঘ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ জুন ২০২৩, সোমবার
  • / 19

আইভি আদক, হাওড়া: গুজরাটের ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে সেবা কার্য শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। দেশের পশ্চিম উপকূলবর্তী এলাকায় ‘বিপর্যয়’ ঘূর্ণিঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত হয়েছেন বহু মানুষ ও পরিবার।

গুজরাটের দ্বারকা এবং সোমনাথ সহ আশপাশের ভারত সেবাশ্রম সঙ্ঘের শাখাগুলির পক্ষ থেকে এইসব ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে সেবা কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। তিনি বলেন, স্বামী শ্যামানন্দ মহারাজের নেতৃত্বে এই সেবা কাজ চলছে। ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্রমের বিভিন্ন বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও শুকনো খাবার, জামাকাপড়, পানীয় জল সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিপর্যস্ত মানুষদের সরবরাহ করা হচ্ছে।

আরও পড়ুন: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলাতেও

উপকূলবর্তী এলাকার নিকটবর্তী সঙ্ঘের আশ্রমের বিদ্যালয় কক্ষে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের থাকারও ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: আন্দামান সাগরে তৈরী হয়েছে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের সম্ভবনা

 

 

আরও পড়ুন: বাংলায় আসছে ঘূর্ণিঝড় মিধিলি, তিন জেলাকে সতর্কতা নবান্নের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে ভারত সেবাশ্রম সঙ্ঘ

আপডেট : ১৯ জুন ২০২৩, সোমবার

আইভি আদক, হাওড়া: গুজরাটের ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে সেবা কার্য শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। দেশের পশ্চিম উপকূলবর্তী এলাকায় ‘বিপর্যয়’ ঘূর্ণিঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত হয়েছেন বহু মানুষ ও পরিবার।

গুজরাটের দ্বারকা এবং সোমনাথ সহ আশপাশের ভারত সেবাশ্রম সঙ্ঘের শাখাগুলির পক্ষ থেকে এইসব ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে সেবা কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। তিনি বলেন, স্বামী শ্যামানন্দ মহারাজের নেতৃত্বে এই সেবা কাজ চলছে। ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্রমের বিভিন্ন বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও শুকনো খাবার, জামাকাপড়, পানীয় জল সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিপর্যস্ত মানুষদের সরবরাহ করা হচ্ছে।

আরও পড়ুন: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলাতেও

উপকূলবর্তী এলাকার নিকটবর্তী সঙ্ঘের আশ্রমের বিদ্যালয় কক্ষে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের থাকারও ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: আন্দামান সাগরে তৈরী হয়েছে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের সম্ভবনা

 

 

আরও পড়ুন: বাংলায় আসছে ঘূর্ণিঝড় মিধিলি, তিন জেলাকে সতর্কতা নবান্নের