পুবের কলম ওয়েবডেস্কঃ হোয়াইট হাউসে সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী নাভাতোলি বেনেটের বৈঠকের প্রস্তুতি চলছিল জোর কদমে।
সেই সময়ে কাবুল বিমানবন্দরের আ্যবে গেট থেকে প্রথম বিস্ফোরণের খবর আসে। এরপরই বৈঠক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বাউডেন। এর কিছুটা সময় পরেই ব্যারেন হোটেলের সামনে থেকে আসে বিস্ফোরণের খবর।
হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি টুইটারে জানিয়েছেন, বৃহস্পতিবারের হানায় অসামরিক নাগরিকদের পাশাপাশি আমেরিকানদের ক্ষয়ক্ষতি হয়েছে। এই নাশকতার পিছনে ইসলামিক স্টেট খোরাসান (আইএস)-এর হাত রয়েছে বলেই দাবি ওয়াশিংটন ও তালিবানদের। উল্লেখ্য কাবুল বিমানবন্দরে নাশকতার ঘটনা যে ঘটতে পারে তার সতর্ক বার্তা আগেই দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র
পশ্চিম এশিয়ায় সক্রিয় জঙ্গিগোষ্ঠীর শাখা ‘কট্টর তালিবান-বিরোধী’ হিসেবে পরিচিত। গত কয়েক বছরে আইএস-এর হামলায় বিস্ফোরণে বেশ কিছু তালিব যোদ্ধার মৃত্যুও হয়েছে।
৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের খবর আসতেই ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল বাইডেনের
-
সুস্মিতা - আপডেট : ২৭ অগাস্ট ২০২১, শুক্রবার
- 121
ট্যাগ :
সর্বধিক পাঠিত





























