০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাইডেন রাষ্ট্রের শত্রু: ট্রাম্প

ইমামা খাতুন
  • আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২২, রবিবার
  • / 18

পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ হিসেবে অভিহিত করেছেন। শনিবার  পেনসিলভানিয়ায় এই মন্তব্য করেন ট্রাম্প। ফ্লোরিডার রিসর্টে এফবিআইয়ের অভিযানের পর  ট্রাম্প প্রথম সমাবেশ করেছেন পেনসিলভেনিয়ায়।

 

হাজার হাজার সমর্থকের সঙ্গে কথা বলার সময়, প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেনকে তার বিরুদ্ধে এফবিআইকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ করেন। ট্রাম্প দাবি করেন, ‘আমেরিকার ইতিহাসে যেকোনও প্রশাসনের দ্বারা ক্ষমতার সবচেয়ে মর্মান্তিক অপব্যবহারের একটি অভিযান এটি।

 

দুই রিপাবলিকান প্রার্থীর পক্ষে প্রচারের জন্য পেনসিলভেনিয়ায় যান ট্রাম্প। ড. মেহমেত ওজ মার্কিন সিনেটের পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সিনেটর ডগ মাস্ট্রিয়ানো পেনসিলভেনিয়ার পরবর্তী গভর্নর হওয়ার দৌড়ে রয়েছেন। ৭৬ বছর বয়সী ট্রাম্প তার ২ ঘন্টার বক্তৃতার প্রথম অংশে এফবিআইয়ের অনুসন্ধানের সমালোচনা করেন।

 

তিনি বলেন, ২০২০ সালের নির্বাচনে কারচুপির যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। ট্রাম্প বলেন, রিপাবলিকানরা আমেরিকার গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছেন না, বরং গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা করছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাইডেন রাষ্ট্রের শত্রু: ট্রাম্প

আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ হিসেবে অভিহিত করেছেন। শনিবার  পেনসিলভানিয়ায় এই মন্তব্য করেন ট্রাম্প। ফ্লোরিডার রিসর্টে এফবিআইয়ের অভিযানের পর  ট্রাম্প প্রথম সমাবেশ করেছেন পেনসিলভেনিয়ায়।

 

হাজার হাজার সমর্থকের সঙ্গে কথা বলার সময়, প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেনকে তার বিরুদ্ধে এফবিআইকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ করেন। ট্রাম্প দাবি করেন, ‘আমেরিকার ইতিহাসে যেকোনও প্রশাসনের দ্বারা ক্ষমতার সবচেয়ে মর্মান্তিক অপব্যবহারের একটি অভিযান এটি।

 

দুই রিপাবলিকান প্রার্থীর পক্ষে প্রচারের জন্য পেনসিলভেনিয়ায় যান ট্রাম্প। ড. মেহমেত ওজ মার্কিন সিনেটের পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সিনেটর ডগ মাস্ট্রিয়ানো পেনসিলভেনিয়ার পরবর্তী গভর্নর হওয়ার দৌড়ে রয়েছেন। ৭৬ বছর বয়সী ট্রাম্প তার ২ ঘন্টার বক্তৃতার প্রথম অংশে এফবিআইয়ের অনুসন্ধানের সমালোচনা করেন।

 

তিনি বলেন, ২০২০ সালের নির্বাচনে কারচুপির যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। ট্রাম্প বলেন, রিপাবলিকানরা আমেরিকার গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছেন না, বরং গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা করছেন।