পুবের কলম, ওয়েবডেস্কঃ বিশ সাল বাদ সময়টা বড় কম নয়! আফগানিস্তানে ফের নিজেদের আধিপত্য কায়েম করেছে তালিবান। আফগানিস্তানে এই মুহূর্তের জন্য বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে কাঠগড়ায় তুলে ধরে শুরু করেছে বিভিন্ন মহল। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের দিকে অভিযোগের আঙুল তুলতে পিছিয়ে থাকেননি প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমতঅবস্থায় রাজনৈতিক চাপান-উতোর ভেঙে মুখ খুললেন মার্কিন প্রসিডেন্ট জো বাইডেন। সোমবার হোয়াইট হাউসে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে বাইডেন জানিয়ে দিলেন, তাঁর সিদ্ধান্তের জন্য তিনি কোনও ভাবে অনুতপ্ত নন। আফগানিস্তানে আমেরিকার মিশন কখনই একটা দেশ গঠনের জন্য ছিল না। তাঁর সাফ কথা, আফগানিস্তানে রাষ্ট্র গড়তে নয়, আল কায়দার বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিল আমেরিকা।
ওয়াকিফমহলের কথায়, কোনও সমালোচনাই গায়ে মাখতে নারাজ বাইডেন।
জাতির উদ্দেশে ভাষণে বাইডেন আরও বলেন, ‘আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক। আমার আগে ডোনাল্ড ট্রাম্প তালিবানের সঙ্গে চুক্তি করেছেন। সেই সময় আফগানিস্তানে ১৫ হাজার মার্কিন সৈনিক ছিল। প্রায় ২০ বছরের লড়াই থেকে আমি শিখেছি যে সেদেশ থেকে সেনা সরানোর এটাই সঠিক সময়। প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করি অতীতের কথা বাদ দিয়ে ২০২১ সালে উপস্থিত হওয়া হুমকির দিকে নজর দিতে হবে।’ বাইডেনের মন্তব্য, প্রজন্মের পর প্রজন্ম ধরে আফগানিস্তানে গৃহযুদ্ধ সামলানোর জন্য মার্কিন সেনাবাহিনী পড়ে থাকতে পারে না।
প্রসঙ্গত, গত রবিবার কাবুল দখল করে তালিবান। কাবুলে তালিবানদের প্রবেশের পরই আফগানিস্তান ছেড়ে পালান আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ ঘানি। দেশ ছাড়ার সময় টাকা নিয়ে পালিয়েছেন ঘানি, এমন তথ্যই সামনে আসে। এদিকে, তালিবানদের ভয়ে আফগানিস্তান ছেড়ে পালানোর জন্য কাবুল বন্দরে হুড়োহুড়ি পড়ে যায়।






















