১২ জুলাই ২০২৫, শনিবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বড় ধস শেয়ার বাজারে, একধাক্কায় ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার
  • / 35

পুবের কলম, ওয়েবডেস্ক: মঙ্গলে অমঙ্গল। এক ধাক্কায় ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স। মাথায় হাত বিনিয়োগকারীদের।  দিনের শেষে বাজার বন্ধ হওয়ার সময়ে ৮০ হাজারের সামান্য বেশি ছিল সেনসেক্সের সূচক। নিফটিতেও বড়সড় পতন দেখা গেছে। দিনের শেষে নিফটির দর পড়েছে ২৮০ পয়েন্টের বেশি। এই পতনের সঙ্গে সেনসেক্স ৮০ হাজার পয়েন্টের নিচে এবং নিফটি ২৪৫০০ পয়েন্টের নিচে নেমে গেছে। তবে সপ্তাহের শুরু থেকেই নিম্নমুখী ছিল শেয়ার বাজার। সোমের পর মঙ্গলেও কমে যায় সেনসেক্সের সূচক। বাজারে আক্সমিক এই ধসের কারণে প্রায় ২ লক্ষ কোটি টাকার লোকসান হয়েছে।

 

বিরাট লোকসান হওয়ার তালিকায় রয়েছে রিলায়্যান্স, ইনফোসিস, এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারগুলি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ১.৬১ শতাংশ কমেছে, আর ভারতী এয়ারটেলের শেয়ার প্রায় ৩ শতাংশ কমেছে। আচমকা শেয়ারের রক্তক্ষরণ প্রসঙ্গে বিশ্লেষকরা জানিয়েছেন, বুধবার সুদের হার নির্ধারণ নিয়ে বৈঠকে বসতে চলেছে মার্কিন ব্যাঙ্ক। তার আগে বিনিয়োগকারীরা সতর্ক হয়ে পড়ায় এহেন ঘটনা ঘটেছে। আবার একাংশ মনে করছেন বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা, দ্রব্যমূল্যের ওঠানামা এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের সুদের হার বৃদ্ধির উদ্বেগের কারণে এই পতন হয়েছে।  এছাড়া  অক্টোবরের তুলনায় নভেম্বরে অনেকখানি কমেছে চিনের আর্থিক বৃদ্ধি। সেই ধারা বজায় রয়েছে এখনও, ফলে ভারতের বাজার থেকে আগ্রহ হারাচ্ছেন বিনিয়োগকারীরা।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বড় ধস শেয়ার বাজারে, একধাক্কায় ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মঙ্গলে অমঙ্গল। এক ধাক্কায় ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স। মাথায় হাত বিনিয়োগকারীদের।  দিনের শেষে বাজার বন্ধ হওয়ার সময়ে ৮০ হাজারের সামান্য বেশি ছিল সেনসেক্সের সূচক। নিফটিতেও বড়সড় পতন দেখা গেছে। দিনের শেষে নিফটির দর পড়েছে ২৮০ পয়েন্টের বেশি। এই পতনের সঙ্গে সেনসেক্স ৮০ হাজার পয়েন্টের নিচে এবং নিফটি ২৪৫০০ পয়েন্টের নিচে নেমে গেছে। তবে সপ্তাহের শুরু থেকেই নিম্নমুখী ছিল শেয়ার বাজার। সোমের পর মঙ্গলেও কমে যায় সেনসেক্সের সূচক। বাজারে আক্সমিক এই ধসের কারণে প্রায় ২ লক্ষ কোটি টাকার লোকসান হয়েছে।

 

বিরাট লোকসান হওয়ার তালিকায় রয়েছে রিলায়্যান্স, ইনফোসিস, এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারগুলি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ১.৬১ শতাংশ কমেছে, আর ভারতী এয়ারটেলের শেয়ার প্রায় ৩ শতাংশ কমেছে। আচমকা শেয়ারের রক্তক্ষরণ প্রসঙ্গে বিশ্লেষকরা জানিয়েছেন, বুধবার সুদের হার নির্ধারণ নিয়ে বৈঠকে বসতে চলেছে মার্কিন ব্যাঙ্ক। তার আগে বিনিয়োগকারীরা সতর্ক হয়ে পড়ায় এহেন ঘটনা ঘটেছে। আবার একাংশ মনে করছেন বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা, দ্রব্যমূল্যের ওঠানামা এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের সুদের হার বৃদ্ধির উদ্বেগের কারণে এই পতন হয়েছে।  এছাড়া  অক্টোবরের তুলনায় নভেম্বরে অনেকখানি কমেছে চিনের আর্থিক বৃদ্ধি। সেই ধারা বজায় রয়েছে এখনও, ফলে ভারতের বাজার থেকে আগ্রহ হারাচ্ছেন বিনিয়োগকারীরা।