১৫ জুন ২০২৫, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মিড-ডে-মিলে গাফিলতি, বিহারে ১৪৫০ শিক্ষক’কে শোকজ

ইমামা খাতুন
  • আপডেট : ৯ এপ্রিল ২০২৪, মঙ্গলবার
  • / 12

পুবের কলম,ওয়েবডেস্ক: স্কুল প্রতি পড়ুয়াদের সংখ্যা কত?  তাঁদের মধ্যে কতজন মিড-ডে-মিলের আওতাভূক্ত ? প্রতি দিনের চার্ট অনুযায়ী মিড-ডে-মিলের খাওয়ার তৈরি হয় কিনা? কি কি সামগ্রী ব্যবহার হচ্ছে রান্নায়? কত পরিমাণে ব্যবহার হচ্ছে সেটা? প্রশ্নের যথাযথ উত্তর দিতে না পারায় বিহারে ১৪৫০ প্রধান শিক্ষক ও স্কুল ইনচার্জ’কে শোকজ নোটিশ পাঠাল শিক্ষা দফতর।  শুধু তাই নয়, পরবর্তী নির্দেশ পর্যন্ত তাঁদের মাসিক বেতন আটকে রাখার কথাও জাননো হয়েছে।  জানা গেছে, ২০২৩-এর ৩১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত রাজ্যের ৭২ হাজার সরকারি স্কুলে  মিড-ডে-মিল প্রকল্প’কে সঠিকভাবে বাস্তবায়ন করা হয়েছে কিনা তার রিপোর্ট চেয়েছিল আইভিআরএস (ইন্টারেক্টিভ ভয়েস  রেসপন্স সিস্টেম), কিন্তু বিভিন্ন স্কুলের ১৪৫০ প্রধান শিক্ষক ও ইনচার্জ সেই উত্তর দিতে ব্যর্থ হয়েছে। আবার অনেকে বিষয়টি এড়িয়ে গিয়েছেন। তরপরেই ১৪৫০ শিক্ষককে শোকজ নোটিশ দেয় রাজ্য শিক্ষা দফতর। সংবাদমাধ্যম সূত্রে খবর, সিওয়ান জেলার ১৭৫ জন , মধুবনী ১১২ জন, দারভাঙ্গা ৭৮ জন প্রধান শিক্ষক আইভিআরএসের প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারে নি।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মিড-ডে-মিলে গাফিলতি, বিহারে ১৪৫০ শিক্ষক’কে শোকজ

আপডেট : ৯ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

পুবের কলম,ওয়েবডেস্ক: স্কুল প্রতি পড়ুয়াদের সংখ্যা কত?  তাঁদের মধ্যে কতজন মিড-ডে-মিলের আওতাভূক্ত ? প্রতি দিনের চার্ট অনুযায়ী মিড-ডে-মিলের খাওয়ার তৈরি হয় কিনা? কি কি সামগ্রী ব্যবহার হচ্ছে রান্নায়? কত পরিমাণে ব্যবহার হচ্ছে সেটা? প্রশ্নের যথাযথ উত্তর দিতে না পারায় বিহারে ১৪৫০ প্রধান শিক্ষক ও স্কুল ইনচার্জ’কে শোকজ নোটিশ পাঠাল শিক্ষা দফতর।  শুধু তাই নয়, পরবর্তী নির্দেশ পর্যন্ত তাঁদের মাসিক বেতন আটকে রাখার কথাও জাননো হয়েছে।  জানা গেছে, ২০২৩-এর ৩১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত রাজ্যের ৭২ হাজার সরকারি স্কুলে  মিড-ডে-মিল প্রকল্প’কে সঠিকভাবে বাস্তবায়ন করা হয়েছে কিনা তার রিপোর্ট চেয়েছিল আইভিআরএস (ইন্টারেক্টিভ ভয়েস  রেসপন্স সিস্টেম), কিন্তু বিভিন্ন স্কুলের ১৪৫০ প্রধান শিক্ষক ও ইনচার্জ সেই উত্তর দিতে ব্যর্থ হয়েছে। আবার অনেকে বিষয়টি এড়িয়ে গিয়েছেন। তরপরেই ১৪৫০ শিক্ষককে শোকজ নোটিশ দেয় রাজ্য শিক্ষা দফতর। সংবাদমাধ্যম সূত্রে খবর, সিওয়ান জেলার ১৭৫ জন , মধুবনী ১১২ জন, দারভাঙ্গা ৭৮ জন প্রধান শিক্ষক আইভিআরএসের প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারে নি।