বিহারের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু, বুথমুখী সাড়ে তিন কোটি ভোটার
- আপডেট : ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 63
বিহারে আজ মঙ্গলবার শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এ পর্বে রাজ্যের ১২২টি বিধানসভা আসনে ভোট হচ্ছে। এর মধ্যে রয়েছে নেপাল সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ কেন্দ্র—পূর্ব ও পশ্চিম চম্পারন, সীতামারি, মধুবনী এবং কিষানগঞ্জ। এই দফায় মোট ১,৩০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর ভোটার সংখ্যা সাড়ে তিন কোটিরও বেশি।
ভোর থেকেই বিভিন্ন বুথে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে চার লক্ষেরও বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। বিহার পুলিশ ৮,৪৯১টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারির ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঝাড়খণ্ড পুলিশও,বিহার সীমান্তের ১০ জেলায় ৪৩টি অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে।




























