বিহার ভোট: আসন ভাগ নিয়ে টানাপড়েন শুরু হয়েছে এনডিএ ও মহাগঠবন্ধনে
- আপডেট : ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 399
পুবের কলম ওয়েবডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই শাসক এনডিএ ও বিরোধী মহাগঠবন্ধনে শুরু হয়েছে আসন নিয়ে দরকষাকষি। বিজেপি ও জেডিইউ যেখানে লোক জনশক্তি পার্টিকে ২৫টির বেশি আসন ছাড়তে রাজি নয়, চিরাগ পাসোয়ানের দল চাইছে অন্তত ৪০টি আসন— এবং প্রশান্ত কিশোরের দলের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েছে।
অন্যদিকে, আরজেডি ও কংগ্রেসের মধ্যেও মতবিরোধ অব্যাহত। সিপিআই(এমএল) লিবারেশন গতবারের সাফল্য দেখিয়ে এবার ৪০টি আসন দাবি করেছে, যদিও ঐক্যমত্য হয়নি। মঙ্গলবার তারা নতুন তালিকা জমা দিয়েছে। আগামী ৬ ও ১১ নভেম্বর দুই দফায় বিহারে ভোট হবে। কমিশনের ঘোষণামতো, মনোনয়ন জমা ও যাচাইয়ের প্রক্রিয়া অক্টোবরের তৃতীয় সপ্তাহেই সম্পন্ন হবে। ফলে দ্রুত সমঝোতার চাপ বাড়ছে দুই শিবিরেই।














































