২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিহারে বিশেষ ভোটার তালিকার সংশোধনী নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি, উত্তাল হতে পারে সংসদও

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ২৮ জুলাই ২০২৫, সোমবার
  • / 11

 

ভোটার তালিকার বিশেষ ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে আজ সুপ্রিমকোর্টে শুনানি। অন্যদিকে সংসদের বাদল অধিবেশনে বিরোধীদের তীব্র আক্রমণের মুখে পড়তে চলেছে সরকার। এই পরিস্থিতিতে রবিবার সন্ধ্যায় বিহারের এসআইআর নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে নির্বাচন কমিশন।

এসআইআরে আধার, রেশন কার্ড, এমনকি ভোটার কার্ডকে বৈধ প্রমাণপত্র হিসেবে গণ্য করা হবে কি না। আজ সুপ্রিম কোর্ট কী বলছে সেদিকে সবার নজর থাকছে। ম্যামলাকারীদের বক্তব্য, নির্বাচন কমিশন কেন এই পরিচয়পত্রগুলিকে বৈধ হিসেবে স্বীকৃতি দিচ্ছে না, তা স্পষ্ট নয়। সুপ্রিম কোর্টের আগের সুপারিশ থাকা সত্ত্বেও কমিশন এই দাবিকে গুরুত্ব দেয়নি।

তবে বিরোধীরা এই উদ্যোগকে ‘বিজেপির ষড়যন্ত্র’ বলে মনে করছে। তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েনের অভিযোগ—নির্বাচন কমিশন এখন আর নিরপেক্ষ নেই, বরং বিজেপির শাখা অফিসে পরিণত হয়েছে। ভোট করানোর দায়িত্ব ছেড়ে কমিশন যদি ভোটাধিকারই কেড়ে নিতে চায়, তবে বিরোধীরাও চুপ থাকবে না।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারে বিশেষ ভোটার তালিকার সংশোধনী নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি, উত্তাল হতে পারে সংসদও

আপডেট : ২৮ জুলাই ২০২৫, সোমবার

 

ভোটার তালিকার বিশেষ ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে আজ সুপ্রিমকোর্টে শুনানি। অন্যদিকে সংসদের বাদল অধিবেশনে বিরোধীদের তীব্র আক্রমণের মুখে পড়তে চলেছে সরকার। এই পরিস্থিতিতে রবিবার সন্ধ্যায় বিহারের এসআইআর নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে নির্বাচন কমিশন।

এসআইআরে আধার, রেশন কার্ড, এমনকি ভোটার কার্ডকে বৈধ প্রমাণপত্র হিসেবে গণ্য করা হবে কি না। আজ সুপ্রিম কোর্ট কী বলছে সেদিকে সবার নজর থাকছে। ম্যামলাকারীদের বক্তব্য, নির্বাচন কমিশন কেন এই পরিচয়পত্রগুলিকে বৈধ হিসেবে স্বীকৃতি দিচ্ছে না, তা স্পষ্ট নয়। সুপ্রিম কোর্টের আগের সুপারিশ থাকা সত্ত্বেও কমিশন এই দাবিকে গুরুত্ব দেয়নি।

তবে বিরোধীরা এই উদ্যোগকে ‘বিজেপির ষড়যন্ত্র’ বলে মনে করছে। তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েনের অভিযোগ—নির্বাচন কমিশন এখন আর নিরপেক্ষ নেই, বরং বিজেপির শাখা অফিসে পরিণত হয়েছে। ভোট করানোর দায়িত্ব ছেড়ে কমিশন যদি ভোটাধিকারই কেড়ে নিতে চায়, তবে বিরোধীরাও চুপ থাকবে না।