১২ নভেম্বর ২০২৫, বুধবার, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কংগ্রেস নেতা কানহাইয়া পা রাখতেই ধোয়া হল দুর্গা মন্দির! 

ইমামা খাতুন
  • আপডেট : ২৮ মার্চ ২০২৫, শুক্রবার
  • / 246

Sitamarhi, Bihar, India -March .20, 2025:Congress leader Kanhaiya Kumar during 'Palayan Roko Naukri Do Yatra', in Sitamarhi, Bihar, India, Thursday,20, 2025. (HT Photo)

পুবের কলম, ওয়েব ডেস্ক: বিজেপি সমর্থকরাই পবিত্র আর বাকি সকলেই অচ্ছুৎ? বিতর্কের সূত্রপাত, কংগ্রেস নেতা কানহাইয়া কুমারকে নিয়ে। জানা গেছে, দলীয় সভা করতে গিয়ে দুর্গা মন্দিরে ঢুকে ছিলেন তিনি। আর তারপরেই গঙ্গাজল দিয়ে ধোয়া হল গোটা মন্দির! বিহারের এমন চাঞ্চল্যকর ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। আর পুরো ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে এক হাত আক্রমণ শানিয়েছে হাত শিবির।

হাত শিবিরের প্রশ্ন, তাহলে কি বিজেপি সমর্থকরাই পবিত্র আর বাকিরা অচ্ছুৎ? ঘটনাটি ঘটেছে বিহারের সহর্ষের বানগাঁও গ্রামের দুর্গা মন্দিরে। উক্ত এলাকায় দলীয় সভা করতে গিয়েছিলেন কানহাইয়া। চলতি বছরেই সে রাজ্যে বিধানসভা ভোট।

তার আগে রাজ্যজুড়ে ‘পলায়ন রোকো, নকরি দো’ যাত্রা শুরু করেছেন কানহাইয়া। সেই কর্মসূচিতেই ওই দুর্গা মন্দির এলাকায় গিয়েছিলেন কংগ্রেস নেতা। এদিন বক্তব্য শেষ হতে ওই মন্দির ধুতে শুরু করেন কয়েকজন। স্থানীয়দের দাবি, গঙ্গাজল দিয়ে মন্দির শুদ্ধ করা হয়েছে। শুধু তাই নয়, মন্দির সংলগ্ন মাঠও ধুয়ে পরিষ্কার করা হচ্ছে।

 

এই প্রেক্ষিতে কংগ্রেসের মুখপাত্র জ্ঞানরঞ্জন গুপ্তা বলেন, “আমরা জানতে চাই, শুধু আরএসএস-বিজেপির সমর্থকরাই পবিত্র আর বাকিরা অচ্ছুৎ? বিহারের মন্দিরে যা হয়েছে, সেটা পরশুরামের উত্তরসূরিদের অপমান। আমরা জানতে চাই, এখন থেকে কি তাহলে অবিজেপি দল এবং তাদের সমর্থকদের অচ্ছুৎ হিসাবে বিচার করা হবে?”যদিও গোটা বিষয়টি নিয়ে কানহাইয়া কুমার নিজে কিছু বলেননি। এবং বিজেপির দাবি, পুরো বিষয়টি নিয়ে ইচ্ছাকৃতভাবে রাজনীতি করছেন হাত শিবির।

 

 

 

 

 

 

 

 

 

 

 

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কংগ্রেস নেতা কানহাইয়া পা রাখতেই ধোয়া হল দুর্গা মন্দির! 

আপডেট : ২৮ মার্চ ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: বিজেপি সমর্থকরাই পবিত্র আর বাকি সকলেই অচ্ছুৎ? বিতর্কের সূত্রপাত, কংগ্রেস নেতা কানহাইয়া কুমারকে নিয়ে। জানা গেছে, দলীয় সভা করতে গিয়ে দুর্গা মন্দিরে ঢুকে ছিলেন তিনি। আর তারপরেই গঙ্গাজল দিয়ে ধোয়া হল গোটা মন্দির! বিহারের এমন চাঞ্চল্যকর ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। আর পুরো ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে এক হাত আক্রমণ শানিয়েছে হাত শিবির।

হাত শিবিরের প্রশ্ন, তাহলে কি বিজেপি সমর্থকরাই পবিত্র আর বাকিরা অচ্ছুৎ? ঘটনাটি ঘটেছে বিহারের সহর্ষের বানগাঁও গ্রামের দুর্গা মন্দিরে। উক্ত এলাকায় দলীয় সভা করতে গিয়েছিলেন কানহাইয়া। চলতি বছরেই সে রাজ্যে বিধানসভা ভোট।

তার আগে রাজ্যজুড়ে ‘পলায়ন রোকো, নকরি দো’ যাত্রা শুরু করেছেন কানহাইয়া। সেই কর্মসূচিতেই ওই দুর্গা মন্দির এলাকায় গিয়েছিলেন কংগ্রেস নেতা। এদিন বক্তব্য শেষ হতে ওই মন্দির ধুতে শুরু করেন কয়েকজন। স্থানীয়দের দাবি, গঙ্গাজল দিয়ে মন্দির শুদ্ধ করা হয়েছে। শুধু তাই নয়, মন্দির সংলগ্ন মাঠও ধুয়ে পরিষ্কার করা হচ্ছে।

 

এই প্রেক্ষিতে কংগ্রেসের মুখপাত্র জ্ঞানরঞ্জন গুপ্তা বলেন, “আমরা জানতে চাই, শুধু আরএসএস-বিজেপির সমর্থকরাই পবিত্র আর বাকিরা অচ্ছুৎ? বিহারের মন্দিরে যা হয়েছে, সেটা পরশুরামের উত্তরসূরিদের অপমান। আমরা জানতে চাই, এখন থেকে কি তাহলে অবিজেপি দল এবং তাদের সমর্থকদের অচ্ছুৎ হিসাবে বিচার করা হবে?”যদিও গোটা বিষয়টি নিয়ে কানহাইয়া কুমার নিজে কিছু বলেননি। এবং বিজেপির দাবি, পুরো বিষয়টি নিয়ে ইচ্ছাকৃতভাবে রাজনীতি করছেন হাত শিবির।