উল্টোডাঙা উড়ালপুলে বাইক দুর্ঘটনা, মৃত ২

- আপডেট : ৫ মে ২০২৫, সোমবার
- / 23
পুবের কলম প্রতিবেদকঃ ফের ভয়াবহ বাইক দুর্ঘটনার সাক্ষী থাকল কলকাতা। সোমবার ভোরে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই বাইক আরোহী যুবকের।জানা গিয়েছে এদিন ভোরে ইএম বাইপাস ও ভিআইপি রোডের সংযোগকারী উড়ালপুলের উপর দিয়ে একটি বাইকে চেপে হেলমেট ছাড়াই চার যুবক বেপরোয়া গতিতে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। ওই সময় উল্টোডাঙ্গা উড়ালপুলে রোহিনী কোল ইন্ডিয়া আবাসনের কাছে বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের রেলিংয়ে ধাক্কা মারে বাইকটি। পুলিশ সূত্রের খবর, শোয়েব, সোহেল, শাহরুখ এবং রহমান নামের চার যুবক হেলমেট ছাড়াই বেপরোয়া গতিতে একটি বাইকে করে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন। ওই সময় উড়ালপুলের রেলিং-এ ধাক্কা মারলে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আরোহী যুবকেরা। খবর পেয়েই লেকটাউন ট্র্যাফিক গার্ডের কর্তব্যরত পুলিশ আহতদের উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে শোয়েব (২০) ও সোহেল (১৮)কে মৃত বলে ঘোষণা করে আর জি কর হাসপাতাল পুলিশ ফাঁড়ির পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ বাইকের দুই আরোহী শাহরুখ এবং রহমান গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে এদিনের বাইক দুর্ঘটনায় নিহত এবং আহতরা বেনিয়াপুকুরের বাসিন্দা।