১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাখির চোখ বিনিয়োগ, নবান্নে আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

 

পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্যে ফের উজ্জ্বল হল আদানি গোষ্ঠীর বিনিয়োগের সম্ভাবনা। আজ বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির পুত্র করণ আদানি। উল্লেখ্য গতবছর ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বিনিয়োগের ইচ্ছে প্রকাশ করেন স্বয়ং গৌতম আদানি।

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলা: নবান্নে বৈঠক করবেন মমতা, থাকবেন একাধিক দফতরের মন্ত্রী-সচিবরা

চলতি বছরের এপ্রিল মাসে বসতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তাতেই আদানি গোষ্ঠীর বিনিয়োগের সম্ভাবনা চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বিপর্যস্ত উত্তরবঙ্গ, আটকে পড়া পর্যটকদের সহায়তায় নবান্নে খোলা হল কন্ট্রোল রুম

গত ডিসেম্বরে যখন গৌতম আদানির সঙ্গে মুখ্যমন্ত্রীর বিনিয়োগ নিয়ে বৈঠক হয় তখনই নানা সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। করণ আদানির মমতার সঙ্গে বৈঠক ফলোআপ বলেই ধারণা।

আরও পড়ুন: ‘গরীবদের জন্য বুলডোজার আর আদানির জন্য জমি’: রাহুল গান্ধি

প্রসঙ্গত, মমতার সঙ্গে বৈঠকের পর আদানি গোষ্ঠীর কর্ণধার টুইটে লিখেছিলেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আনন্দিত। পশ্চিমবঙ্গে বিপুল বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। আমি ২০২২-এর এপ্রিলে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে (বিজিবিএস) যোগদানের জন্য উন্মুখ হয়ে রয়েছি।

উল্লেখ্য রাজ্যে বিনিয়োগ টানার লক্ষ্যে চলতি বছরের ২০-২১ এপ্রিল বসবে বিশ্ববঙ্গ বাণিজ্য সন্মেলন। রাজ্যে শিল্প টানার জন্য মুখ্যমন্ত্রী ২০২১ এর ডিসেম্বরে মুম্বইতে শিল্প সন্মেলনেও যোগ দেন। তার আগেই দিল্লি সফরে গিয়ে মমতা মোদিকে বিশ্ববঙ্গ বাণিজ্য সন্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। (ফাইল ছবি)

 

 

সর্বধিক পাঠিত

সম্ভল সহিংসতা: এএসপি অনুজ চৌধুরি-সহ ২০ পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ আদালতের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাখির চোখ বিনিয়োগ, নবান্নে আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্যে ফের উজ্জ্বল হল আদানি গোষ্ঠীর বিনিয়োগের সম্ভাবনা। আজ বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির পুত্র করণ আদানি। উল্লেখ্য গতবছর ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বিনিয়োগের ইচ্ছে প্রকাশ করেন স্বয়ং গৌতম আদানি।

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলা: নবান্নে বৈঠক করবেন মমতা, থাকবেন একাধিক দফতরের মন্ত্রী-সচিবরা

চলতি বছরের এপ্রিল মাসে বসতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তাতেই আদানি গোষ্ঠীর বিনিয়োগের সম্ভাবনা চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বিপর্যস্ত উত্তরবঙ্গ, আটকে পড়া পর্যটকদের সহায়তায় নবান্নে খোলা হল কন্ট্রোল রুম

গত ডিসেম্বরে যখন গৌতম আদানির সঙ্গে মুখ্যমন্ত্রীর বিনিয়োগ নিয়ে বৈঠক হয় তখনই নানা সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। করণ আদানির মমতার সঙ্গে বৈঠক ফলোআপ বলেই ধারণা।

আরও পড়ুন: ‘গরীবদের জন্য বুলডোজার আর আদানির জন্য জমি’: রাহুল গান্ধি

প্রসঙ্গত, মমতার সঙ্গে বৈঠকের পর আদানি গোষ্ঠীর কর্ণধার টুইটে লিখেছিলেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আনন্দিত। পশ্চিমবঙ্গে বিপুল বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। আমি ২০২২-এর এপ্রিলে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে (বিজিবিএস) যোগদানের জন্য উন্মুখ হয়ে রয়েছি।

উল্লেখ্য রাজ্যে বিনিয়োগ টানার লক্ষ্যে চলতি বছরের ২০-২১ এপ্রিল বসবে বিশ্ববঙ্গ বাণিজ্য সন্মেলন। রাজ্যে শিল্প টানার জন্য মুখ্যমন্ত্রী ২০২১ এর ডিসেম্বরে মুম্বইতে শিল্প সন্মেলনেও যোগ দেন। তার আগেই দিল্লি সফরে গিয়ে মমতা মোদিকে বিশ্ববঙ্গ বাণিজ্য সন্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। (ফাইল ছবি)