১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পাখির চোখ আসন্ন বিধানসভা নির্বাচন , তিনদিনের মেঘালয় সফরে মমতা ও অভিষেক

ইমামা খাতুন
  • আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, সোমবার
  • / 41

পুবের কলম ওয়েব ডেস্কঃ সামনেই দুই রাজ্যের বিধানসভা নির্বাচন। আসন্ন ভোটকে পাখির চোখ করে প্রথমবার মেঘালয় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ফেব্রুয়ারি-মার্চেই মেঘালয়ে বিধানসভা ভোট হওয়ার কথা। মনে করা হচ্ছে, মমতা-অভিষেকের এই যৌথ সফর তারই সলতে পাকানোর কাজ শুরু করে দিল।

 

আরও পড়ুন: বেহাল রাস্তা নিয়ে উত্তপ্ত বিধানসভা, ড্রপ বক্স রাখার পরামর্শ অধ্যক্ষের

সোমবার দুপুর দুটো নাগাদ মেঘালয়ে পৌঁছান  তারা। মমতার সফর ঘিরে এই পাহাড়ি রাজ্যের সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নেত্রীকে দেখতে বিমানবন্দরের সামনেই ভিড় জমান অনেকে। তারপরে, বিমানবন্দর থেকে বেরিয়ে শিলং আসার সময়  মুখ্যমন্ত্রীকে  দেখে ‘লং লিভ টিএমসি’ স্লোগান তুলে তাঁকে স্বাগত জানান মেঘালয়ের তৃণমূল সমথর্কেরা।

আরও পড়ুন: জোড়া ইস্যুতে তপ্ত বিধানসভা! ওয়াকআউট বিজেপির

 

আরও পড়ুন: কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফরের কয়েকদিন আগেই মেঘালয়ে পৌঁছেছেন তৃণমূল নেতা মানস ভুঁইয়া। দলের তরফে মেঘালয়ের দায়িত্ব মানসের কাঁধেই সঁপেছেন তৃণমূল সুপ্রিম।

 

প্রসঙ্গত, নভেম্বরেই মেঘালয়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁকে সঙ্গে নিয়ে মেঘালয়ে এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ কর্মসূচী নিয়ে মেঘালয়ে গিয়েছেন তৃণমূল সুপ্রিম ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই তৃণমূল সূত্রে খবর।

 

উল্লেখ্য, ২০২৩ শে শুরুর দিকেই বিধানসভা ভোট মেঘালয়ে। গত বছর নভেম্বরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা  সহ  ১১ জন বিধায়ক। বাংলার শাসকদলই এখন মেঘালয়ের প্রধান বিরোধী দল। শুধু  মেঘালয় নয়, আগামী বছর ত্রিপুরায়ও বিধানসভা ভোটে প্রার্থী দিতে চায় তৃণমূল, এমনটাই সূত্রের খবর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাখির চোখ আসন্ন বিধানসভা নির্বাচন , তিনদিনের মেঘালয় সফরে মমতা ও অভিষেক

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ সামনেই দুই রাজ্যের বিধানসভা নির্বাচন। আসন্ন ভোটকে পাখির চোখ করে প্রথমবার মেঘালয় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ফেব্রুয়ারি-মার্চেই মেঘালয়ে বিধানসভা ভোট হওয়ার কথা। মনে করা হচ্ছে, মমতা-অভিষেকের এই যৌথ সফর তারই সলতে পাকানোর কাজ শুরু করে দিল।

 

আরও পড়ুন: বেহাল রাস্তা নিয়ে উত্তপ্ত বিধানসভা, ড্রপ বক্স রাখার পরামর্শ অধ্যক্ষের

সোমবার দুপুর দুটো নাগাদ মেঘালয়ে পৌঁছান  তারা। মমতার সফর ঘিরে এই পাহাড়ি রাজ্যের সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নেত্রীকে দেখতে বিমানবন্দরের সামনেই ভিড় জমান অনেকে। তারপরে, বিমানবন্দর থেকে বেরিয়ে শিলং আসার সময়  মুখ্যমন্ত্রীকে  দেখে ‘লং লিভ টিএমসি’ স্লোগান তুলে তাঁকে স্বাগত জানান মেঘালয়ের তৃণমূল সমথর্কেরা।

আরও পড়ুন: জোড়া ইস্যুতে তপ্ত বিধানসভা! ওয়াকআউট বিজেপির

 

আরও পড়ুন: কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফরের কয়েকদিন আগেই মেঘালয়ে পৌঁছেছেন তৃণমূল নেতা মানস ভুঁইয়া। দলের তরফে মেঘালয়ের দায়িত্ব মানসের কাঁধেই সঁপেছেন তৃণমূল সুপ্রিম।

 

প্রসঙ্গত, নভেম্বরেই মেঘালয়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁকে সঙ্গে নিয়ে মেঘালয়ে এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ কর্মসূচী নিয়ে মেঘালয়ে গিয়েছেন তৃণমূল সুপ্রিম ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই তৃণমূল সূত্রে খবর।

 

উল্লেখ্য, ২০২৩ শে শুরুর দিকেই বিধানসভা ভোট মেঘালয়ে। গত বছর নভেম্বরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা  সহ  ১১ জন বিধায়ক। বাংলার শাসকদলই এখন মেঘালয়ের প্রধান বিরোধী দল। শুধু  মেঘালয় নয়, আগামী বছর ত্রিপুরায়ও বিধানসভা ভোটে প্রার্থী দিতে চায় তৃণমূল, এমনটাই সূত্রের খবর।