বাঁকুড়ার শালতোড়ায় জনসভা থেকে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার শালতোড়া কলেজ ময়দানে আয়োজিত সভায় তিনি বলেন, “বিজেপি জিতলে ধর্মে ধর্মের আঘাত, আর তৃণমূল জিতলে দু’মুঠো ভাত।” তাঁর অভিযোগ, বিজেপি ক্ষমতায় এলে শুধু ভাষণ শোনা যায়, মানুষের হাতে পৌঁছয় না প্রকৃত সুবিধা। বিপরীতে তৃণমূল সরকার দুয়ারে রেশন, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।
অভিষেক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধের হুঁশিয়ারিকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, বাংলার মা-বোনেরাই বিজেপিকে জবাব দেবেন। এসআইআর প্রসঙ্গে তিনি নির্বাচন কমিশন ও বিজেপির ভূমিকার সমালোচনা করে বলেন, সাধারণ মানুষকে অহেতুক কাগজ দেখাতে বাধ্য করা হচ্ছে। বাম ও বিজেপিকে একসূত্রে বেঁধে কটাক্ষ করে অভিষেক দাবি করেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার সব ক’টি আসনেই বিজেপিকে পরাস্ত করবে তৃণমূল।





























