১৫ জুন ২০২৫, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

‘বিজেপি আদালতের মাধ্যমে ওবিসি বাতিল করেছে, আমি ওই রায় মানি না’, সাগর থেকে হুঙ্কার মমতার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ মে ২০২৪, শুক্রবার
  • / 9

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : দক্ষি্ণ ২৪ পরগনায় আর দশ দিন বাকি ভোটের। চলছে শেষ মূহূর্তের প্রচার। আর আজ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সভা করে সাগর বিধানসভার সাগর কালীনগরের মাঠে।

মথুরাপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারকে সামনে রেখে এদিন মমতা সাগরে তৃণমূল উন্নয়নের কাজ, সাগর নিয়ে তাদের পরিকল্পনা তুলে ধরলেন। তিনি এদিন বলেন,সাগরে বিদ্যুৎ এনেছি আমরা। আগামীদিনে মুড়িগঙ্গার উপর সেতু ও করে দেব। আমরা কথা দিয়ে কথা রাখি।

'বিজেপি আদালতের মাধ্যমে ওবিসি বাতিল করেছে, আমি ওই রায় মানি না', সাগর থেকে হুঙ্কার মমতার

এর পরে এদিন রায়দীঘি বিধানসভার রায়দীঘি স্টেডিয়ামে বাপি হালদারের সমর্থনে আরও একটি সভায় যোগ দিয়ে বিজেপি, কংগ্রেস ও সিপিএমের তুলোধনা করেন। তিনি এদিন রায়দীঘির জনসভায় বলেন,বিজেপি গাড়ি গাড়ি টাকা এনে ছড়িয়ে ভোট কিনতে চাইছে। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে মানুষকে বোকা বানাতে চাইছে।

১০০ দিনের টাকা ওরা দিলো না।গরীব মানুষের ৬৯ লক্ষ টাকা মেরে দিয়ে সেই টাকা দিয়ে ভোট কিনছে এখন আর মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।আমরা ২০২১ সালের বিধানসভার আগে লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলাম। কথা রেখেছি।সিপিএম ৩৪ বছরে রাজ্যটাকে শেষ করে দিয়ে গেছে।আমরা আসার পর এই জেলায় কত কাজ হয়েছে।হাসপাতাল,সেতু,কলেজ সহ আরো অনেক কিছু।

কৃষকরা বছরে ১০ হাজার টাকা করে পাচ্ছে।স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী ,শিক্ষাশ্রী, সবুজসাথী সাইকেল,স্মার্ট কার্ড সহ একাধিক কাজ করে দিয়েছি। ২০২৬ সালের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাবে বিনামূল্য। বিনামূল্যে রেশন দিচ্ছি। যা যা প্রয়োজন সব দিয়েছি।তাই বিজেপি,কংগ্রেস,বিজেপির দালালদের একটাও ভোট নয়।গত ২-৩ বছর ধরে এই কেন্দ্রের সাংসদ জাটুয়া সাহেব খুব অসুস্থ থাকায় এই এলাকায় উন্নয়নে কিছুটা অসুবিধা হয়েছে।

তাই তো কম বয়সী কাজের ছেলে বাপি হালদারকে এবার প্রার্থী করা হয়েছে। ওকে জিতিয়ে আনুন, আমি এলাকায় উন্নয়নে ভাসিয়ে দেব।  বিজেপি আদালতের মাধ্যমে ওবিসি বাতিল করেছে।আমি ওই রায় মানি না।ওরা বলছে এবার ৪০০ পাবে। আমি বলছি ওরা ২০০ ও পাবে না। ওরা নো রিক্টি ওনলি ৪২০।

তাই সুন্দরবন এলাকার উন্নয়নের জন্য তৃণমূলকে ভোট দিন।এদিন দুপুরে রায়দীঘি থেকে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে সোজা চলে যান ক্যানিংয়ে। সেখানে জয়নগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মন্ডলের সমর্থনে জনসভা করবেন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘বিজেপি আদালতের মাধ্যমে ওবিসি বাতিল করেছে, আমি ওই রায় মানি না’, সাগর থেকে হুঙ্কার মমতার

আপডেট : ২৪ মে ২০২৪, শুক্রবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : দক্ষি্ণ ২৪ পরগনায় আর দশ দিন বাকি ভোটের। চলছে শেষ মূহূর্তের প্রচার। আর আজ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সভা করে সাগর বিধানসভার সাগর কালীনগরের মাঠে।

মথুরাপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারকে সামনে রেখে এদিন মমতা সাগরে তৃণমূল উন্নয়নের কাজ, সাগর নিয়ে তাদের পরিকল্পনা তুলে ধরলেন। তিনি এদিন বলেন,সাগরে বিদ্যুৎ এনেছি আমরা। আগামীদিনে মুড়িগঙ্গার উপর সেতু ও করে দেব। আমরা কথা দিয়ে কথা রাখি।

'বিজেপি আদালতের মাধ্যমে ওবিসি বাতিল করেছে, আমি ওই রায় মানি না', সাগর থেকে হুঙ্কার মমতার

এর পরে এদিন রায়দীঘি বিধানসভার রায়দীঘি স্টেডিয়ামে বাপি হালদারের সমর্থনে আরও একটি সভায় যোগ দিয়ে বিজেপি, কংগ্রেস ও সিপিএমের তুলোধনা করেন। তিনি এদিন রায়দীঘির জনসভায় বলেন,বিজেপি গাড়ি গাড়ি টাকা এনে ছড়িয়ে ভোট কিনতে চাইছে। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে মানুষকে বোকা বানাতে চাইছে।

১০০ দিনের টাকা ওরা দিলো না।গরীব মানুষের ৬৯ লক্ষ টাকা মেরে দিয়ে সেই টাকা দিয়ে ভোট কিনছে এখন আর মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।আমরা ২০২১ সালের বিধানসভার আগে লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলাম। কথা রেখেছি।সিপিএম ৩৪ বছরে রাজ্যটাকে শেষ করে দিয়ে গেছে।আমরা আসার পর এই জেলায় কত কাজ হয়েছে।হাসপাতাল,সেতু,কলেজ সহ আরো অনেক কিছু।

কৃষকরা বছরে ১০ হাজার টাকা করে পাচ্ছে।স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী ,শিক্ষাশ্রী, সবুজসাথী সাইকেল,স্মার্ট কার্ড সহ একাধিক কাজ করে দিয়েছি। ২০২৬ সালের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাবে বিনামূল্য। বিনামূল্যে রেশন দিচ্ছি। যা যা প্রয়োজন সব দিয়েছি।তাই বিজেপি,কংগ্রেস,বিজেপির দালালদের একটাও ভোট নয়।গত ২-৩ বছর ধরে এই কেন্দ্রের সাংসদ জাটুয়া সাহেব খুব অসুস্থ থাকায় এই এলাকায় উন্নয়নে কিছুটা অসুবিধা হয়েছে।

তাই তো কম বয়সী কাজের ছেলে বাপি হালদারকে এবার প্রার্থী করা হয়েছে। ওকে জিতিয়ে আনুন, আমি এলাকায় উন্নয়নে ভাসিয়ে দেব।  বিজেপি আদালতের মাধ্যমে ওবিসি বাতিল করেছে।আমি ওই রায় মানি না।ওরা বলছে এবার ৪০০ পাবে। আমি বলছি ওরা ২০০ ও পাবে না। ওরা নো রিক্টি ওনলি ৪২০।

তাই সুন্দরবন এলাকার উন্নয়নের জন্য তৃণমূলকে ভোট দিন।এদিন দুপুরে রায়দীঘি থেকে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে সোজা চলে যান ক্যানিংয়ে। সেখানে জয়নগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মন্ডলের সমর্থনে জনসভা করবেন।