০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

“ঘোড়া কেনাবেচার পুরনো খেলা শুরু   করে দিয়েছে বিজেপি  বিস্ফোরক দাবি মনীশ সিসোদিয়ার  

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৮ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 85

 

পুবের কলম ওয়েবডেস্ক:  ঘোড়া কেনাবাচার পুরনো খেলা শুরু করে দিয়েছে বিজেপি। বুধবার দিল্লি পুরনিগমে ১৫ বছরের গেরুয়া জামানার অবসান ঘটিয়ে আপ ক্ষমতায় আসার পরেই এই মন্তব্য করেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। মনীশের আরও দাবি নব নির্বাচিত আপ কাউন্সিলররা কেউ বিক্রি হবেননা। দিল্লির উপমুখ্যমন্ত্রী আরও বলেন নবনির্বাচিত কাউন্সিলরদের এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে এইধরনের ফোন কল যদি কোন কাউন্সিলিরারের ফোনে আসে তা যেন সঙ্গে সঙ্গে রেকর্ড করা হয়। হিন্দিতে একটি ট্যুইটও করেন মনীশ।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

উল্লেখ্য ২৫০ আসন বিশিষ্ট  দিল্লি পুরনিগম নির্বাচনের ভোট গণনা হয় বুধবার। ১৩৪ টি আসনে জয় লাভ করে  সংখ্যাগরিষ্টতা পায় আপ। অন্যদিকে বিজেপি পায় ১০৭ টি আসন।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে

 

আরও পড়ুন: বাংলা ভাগের দাবিদারদের সঙ্গে শমীকের বৈঠক

দিল্লি  পুরনিগমে জয়ের পর মহিলা কাউন্সিলরকেই মেয়র করা হবে এই কথা আগেই জানিয়েছে আপ। তবে এখনও তার নাম ঘোষণা করা হয়নি । এমতাবস্থায় তাৎপর্যপূর্ণ ট্যুইট করেছেন বিজেপির  আইটি সেলের  প্রধান অমিত মালব্য। তিনি লিখেছেন, “এবার দিল্লির মেয়র নির্বাচন হবে। এটা পুরোপুরি নির্ভর করবে কাদের কাছে সংখ্যা গরিষ্ঠতা রয়েছে এবং কাউন্সিলররা কাকে মনোনয়ন দিচ্ছেন তার উপর।

এই প্রসঙ্গে অমিত মনে করিয়ে দিয়েছেন চন্ডীগড়ের কথা। চন্ডীগড়ে বিরোধীদল সংখ্যাগরিষ্ঠতা পেলেও  বিজেপি থেকেই নির্বাচিত হন মেয়র। অন্যদিকে  দিল্লিতে  বিজেপির  মুখপাত্র তাজিন্দর পাল সিং বাগাও দাবি করেছেন, ফের একবার মেয়র বিজেপির থেকেই নির্বাচিত হবেন।

উল্লেখ্য , এর আগেও দিল্লিতে আপের  সরকার ফেলে দেওয়ার জন্য বিজেপি  ঘোড়া কেনা-বেচার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছিলেন মনীশ সিসোদিয়া। এমনকি পদ্ম শিবির তাঁকেও টাকা দিতে চেয়েছিল বলে দাবি করেন তিনি। তবে “ অপারেশন পদ্ম” সেই সময়তেও সফল হয়নি, এবারও হবেনা বলে আশাবাদী মনীশ।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“ঘোড়া কেনাবেচার পুরনো খেলা শুরু   করে দিয়েছে বিজেপি  বিস্ফোরক দাবি মনীশ সিসোদিয়ার  

আপডেট : ৮ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার

 

পুবের কলম ওয়েবডেস্ক:  ঘোড়া কেনাবাচার পুরনো খেলা শুরু করে দিয়েছে বিজেপি। বুধবার দিল্লি পুরনিগমে ১৫ বছরের গেরুয়া জামানার অবসান ঘটিয়ে আপ ক্ষমতায় আসার পরেই এই মন্তব্য করেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। মনীশের আরও দাবি নব নির্বাচিত আপ কাউন্সিলররা কেউ বিক্রি হবেননা। দিল্লির উপমুখ্যমন্ত্রী আরও বলেন নবনির্বাচিত কাউন্সিলরদের এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে এইধরনের ফোন কল যদি কোন কাউন্সিলিরারের ফোনে আসে তা যেন সঙ্গে সঙ্গে রেকর্ড করা হয়। হিন্দিতে একটি ট্যুইটও করেন মনীশ।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

উল্লেখ্য ২৫০ আসন বিশিষ্ট  দিল্লি পুরনিগম নির্বাচনের ভোট গণনা হয় বুধবার। ১৩৪ টি আসনে জয় লাভ করে  সংখ্যাগরিষ্টতা পায় আপ। অন্যদিকে বিজেপি পায় ১০৭ টি আসন।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে

 

আরও পড়ুন: বাংলা ভাগের দাবিদারদের সঙ্গে শমীকের বৈঠক

দিল্লি  পুরনিগমে জয়ের পর মহিলা কাউন্সিলরকেই মেয়র করা হবে এই কথা আগেই জানিয়েছে আপ। তবে এখনও তার নাম ঘোষণা করা হয়নি । এমতাবস্থায় তাৎপর্যপূর্ণ ট্যুইট করেছেন বিজেপির  আইটি সেলের  প্রধান অমিত মালব্য। তিনি লিখেছেন, “এবার দিল্লির মেয়র নির্বাচন হবে। এটা পুরোপুরি নির্ভর করবে কাদের কাছে সংখ্যা গরিষ্ঠতা রয়েছে এবং কাউন্সিলররা কাকে মনোনয়ন দিচ্ছেন তার উপর।

এই প্রসঙ্গে অমিত মনে করিয়ে দিয়েছেন চন্ডীগড়ের কথা। চন্ডীগড়ে বিরোধীদল সংখ্যাগরিষ্ঠতা পেলেও  বিজেপি থেকেই নির্বাচিত হন মেয়র। অন্যদিকে  দিল্লিতে  বিজেপির  মুখপাত্র তাজিন্দর পাল সিং বাগাও দাবি করেছেন, ফের একবার মেয়র বিজেপির থেকেই নির্বাচিত হবেন।

উল্লেখ্য , এর আগেও দিল্লিতে আপের  সরকার ফেলে দেওয়ার জন্য বিজেপি  ঘোড়া কেনা-বেচার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছিলেন মনীশ সিসোদিয়া। এমনকি পদ্ম শিবির তাঁকেও টাকা দিতে চেয়েছিল বলে দাবি করেন তিনি। তবে “ অপারেশন পদ্ম” সেই সময়তেও সফল হয়নি, এবারও হবেনা বলে আশাবাদী মনীশ।