১৫ জুন ২০২৫, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

৭১ কোটির দুর্নীতিতে গুজরাতে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করবে বিজেপি, প্রশ্ন শশী-সায়নীদের

সুস্মিতা
  • আপডেট : ১৮ মে ২০২৫, রবিবার
  • / 91

পুবের কলম ওয়েবডেস্ক: গুজরাতের ৭১ কোটি টাকার মনরেগা কেলেঙ্কারি নিয়ে বিজেপিকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের। গুজরাতের পঞ্চায়েত মন্ত্রী বাচুভাই খাবাদের ছেলের বিরুদ্ধে ৭১ কোটি টাকার মনরেগা দুর্নীতির অভিযোগে গ্রেফতারের ঘটনায় বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস। রবিবার এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের তরফে এই নিয়ে অভিযোগ তোলা হয়। এখন রাজ্য তৃণমুলের প্রশ্ন এবার কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মডেল রাজ্য’ গুজরাতের বরাদ্দ টাকা কেন্দ্র আটকে রাখবে?

রবিবার এ বিষয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক ড. শশী পাঁজা বলেন, ‘না খায়ুঙ্গা, না খানে দুঙ্গা’ অথাৎ ‘না খাব, না খেতে দেব’ একাধিকবার বলেছিলেন প্রধানমন্ত্রী। অথচ গরিব মানুষের মজুরির টাকা লুঠ হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের গুজরাতে। শশী পাঁজা আরও বলেন,৭১ কোটি টাকার কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের নীরবতা প্রমাণ করছে, বিজেপির নৈতিকতার মুখোশ খুলে গেছে।’ গুজরাতের ৭১ কোটি টাকা দুর্নীতির ঘটনায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ বলেন, ‘গুজরাতেকে বলে ‘মডেল স্টেট’। যদি মডেল মানে গরিবের টাকা লুঠ হয়, তাহলে এটাই কী বিজেপির মডেল!’

রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত পক্ষপাতের কথা তুলে ধরে কটাক্ষ করে বলেন, ‘বাংলায় একটিমাত্র অভিযোগেই কেন্দ্রের টাকা বন্ধ, দল পাঠানো, মিডিয়া ট্রায়াল; সব শুরু হয়ে যায়। আর গুজরাতে ৭১ কোটি উধাও হয়ে গেলে কারও কোনও হেলদোল নেই। বিজেপির জাতীয় চরিত্রই হল পক্ষপাতদুষ্ট প্রশাসনিক ব্যবহার ও দুর্নীতির প্রশ্রয়।’ পশ্চিমবঙ্গ এবং গুজরাতের প্রতি কেন্দ্রের আচরণের মধ্যে তীব্র দ্বিচারিতার কথা তুলে ধরেন । বিজেপির এই ঘটনার নিন্দা করেন।

প্রসঙ্গত, কয়েক বছর ধরেই তৃণমূল কংগ্রেস অভিযোগ করে আসছে, রাজনৈতিক প্রতিহিংসা থেকে পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় প্রকল্পের মনরেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা ও গ্রামীণ সড়ক যোজনার মতো প্রকল্পে বরাদ্দ বন্ধ রাখা হয়েছে। অন্তত ১.৫ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। এবার গুজরাতে বড় কেলেঙ্কারির পর সেই দ্বিচারিতার প্রশ্নই আরও জোরাল ভাবে তুলল তৃণমূল কংগ্রেস। এখন আবার প্রশ্ন উঠছে এবার কী গুজরাতের ১০০ দিনের টাকা বন্ধ করবে কেন্দ্রের বিজেপি সরকার।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৭১ কোটির দুর্নীতিতে গুজরাতে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করবে বিজেপি, প্রশ্ন শশী-সায়নীদের

আপডেট : ১৮ মে ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: গুজরাতের ৭১ কোটি টাকার মনরেগা কেলেঙ্কারি নিয়ে বিজেপিকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের। গুজরাতের পঞ্চায়েত মন্ত্রী বাচুভাই খাবাদের ছেলের বিরুদ্ধে ৭১ কোটি টাকার মনরেগা দুর্নীতির অভিযোগে গ্রেফতারের ঘটনায় বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস। রবিবার এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের তরফে এই নিয়ে অভিযোগ তোলা হয়। এখন রাজ্য তৃণমুলের প্রশ্ন এবার কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মডেল রাজ্য’ গুজরাতের বরাদ্দ টাকা কেন্দ্র আটকে রাখবে?

রবিবার এ বিষয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক ড. শশী পাঁজা বলেন, ‘না খায়ুঙ্গা, না খানে দুঙ্গা’ অথাৎ ‘না খাব, না খেতে দেব’ একাধিকবার বলেছিলেন প্রধানমন্ত্রী। অথচ গরিব মানুষের মজুরির টাকা লুঠ হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের গুজরাতে। শশী পাঁজা আরও বলেন,৭১ কোটি টাকার কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের নীরবতা প্রমাণ করছে, বিজেপির নৈতিকতার মুখোশ খুলে গেছে।’ গুজরাতের ৭১ কোটি টাকা দুর্নীতির ঘটনায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ বলেন, ‘গুজরাতেকে বলে ‘মডেল স্টেট’। যদি মডেল মানে গরিবের টাকা লুঠ হয়, তাহলে এটাই কী বিজেপির মডেল!’

রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত পক্ষপাতের কথা তুলে ধরে কটাক্ষ করে বলেন, ‘বাংলায় একটিমাত্র অভিযোগেই কেন্দ্রের টাকা বন্ধ, দল পাঠানো, মিডিয়া ট্রায়াল; সব শুরু হয়ে যায়। আর গুজরাতে ৭১ কোটি উধাও হয়ে গেলে কারও কোনও হেলদোল নেই। বিজেপির জাতীয় চরিত্রই হল পক্ষপাতদুষ্ট প্রশাসনিক ব্যবহার ও দুর্নীতির প্রশ্রয়।’ পশ্চিমবঙ্গ এবং গুজরাতের প্রতি কেন্দ্রের আচরণের মধ্যে তীব্র দ্বিচারিতার কথা তুলে ধরেন । বিজেপির এই ঘটনার নিন্দা করেন।

প্রসঙ্গত, কয়েক বছর ধরেই তৃণমূল কংগ্রেস অভিযোগ করে আসছে, রাজনৈতিক প্রতিহিংসা থেকে পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় প্রকল্পের মনরেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা ও গ্রামীণ সড়ক যোজনার মতো প্রকল্পে বরাদ্দ বন্ধ রাখা হয়েছে। অন্তত ১.৫ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। এবার গুজরাতে বড় কেলেঙ্কারির পর সেই দ্বিচারিতার প্রশ্নই আরও জোরাল ভাবে তুলল তৃণমূল কংগ্রেস। এখন আবার প্রশ্ন উঠছে এবার কী গুজরাতের ১০০ দিনের টাকা বন্ধ করবে কেন্দ্রের বিজেপি সরকার।