১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপির আবেদন খারিজ, আগামী ১৯ ডিসেম্বরই হচ্ছে কলকাতা পুরভোট, রায় হাইকোর্টের

পুবের কলম, ওয়েবডেস্কঃ আগামী ১৯ ডিসেম্বরই হচ্ছে পুরসভা নির্বাচন। কলকাতা পুরসভা নির্বাচন স্থগিত করতে রাজি হল না কলকাতা হাই কোর্ট। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী কলকাতা পুরসভার ভোট হবে ১৯ ডিসেম্বরই। বাকি পুরসভাগুলিকে দ্রুত নির্বাচনের করার নির্দেশ দিল হাইকোর্টের। কম দফাতে ভোট করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

পরবর্তী শুনানি হচ্ছে আগামী ২৩ ডিসেম্বর। সব পুরসভার ভোট যাতে একসঙ্গে, সেই দাবিতে কলকাতা হাইকোর্টে  মামলা দায়ের হয়। সব পুরসভায় একসঙ্গে ভোট করার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেই মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিল হাইকোর্ট।  প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ আজ পুরভোট সংক্রান্ত মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: হাই কোর্টে ইডি বনাম দিদি, এজলাসে নজিরবিহীন বিশৃঙ্খলা; শুনানি পিছল

 

আরও পড়ুন: হুমায়ুনের বাবরি মসজিদ শিলান্যাস বিতর্কে হস্তক্ষেপ নয়, শান্তির দায়িত্ব রাজ্যের, বললো হাইকোর্ট

বিচারপতি জানিয়েছেন, ভোট ঘোষণা হওয়াপর পর ভোট বন্ধ করে দেওয়ার নজির খুব কমই আছে। তাই ঘোষিত ভোটে কোনও বাধা থাকছে না। ফলে ১৯ ডিসেম্বরেই হবে ভোট। মামলাকারীদের দাবি ছিল, সবকটি পুরসভা ও পুর নিগমের ভোট একই দিনে করতে হবে। সব ভোটের গণনা করতেও হবে এক দিনেই। সেই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়নি। বলা হয়েছে, বাকি পুরভোটগুলি দ্রুত করতে হবে। রাজ্য সরকার ও রাজ্য নির্বাচনকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা আলোচনায় বসে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেয়।

 

কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে পরিমাণ ইভিএম আছে, তাতে এক দফায় ভোট করতে অসুবিধা হবে। কমিশনের এই যুক্তিতে সন্তুষ্ট আদালত।

সর্বধিক পাঠিত

হঠাৎ ইসরায়েল-জার্মানির নতুন প্রতিরক্ষা চুক্তি, কারণ কী?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপির আবেদন খারিজ, আগামী ১৯ ডিসেম্বরই হচ্ছে কলকাতা পুরভোট, রায় হাইকোর্টের

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আগামী ১৯ ডিসেম্বরই হচ্ছে পুরসভা নির্বাচন। কলকাতা পুরসভা নির্বাচন স্থগিত করতে রাজি হল না কলকাতা হাই কোর্ট। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী কলকাতা পুরসভার ভোট হবে ১৯ ডিসেম্বরই। বাকি পুরসভাগুলিকে দ্রুত নির্বাচনের করার নির্দেশ দিল হাইকোর্টের। কম দফাতে ভোট করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

পরবর্তী শুনানি হচ্ছে আগামী ২৩ ডিসেম্বর। সব পুরসভার ভোট যাতে একসঙ্গে, সেই দাবিতে কলকাতা হাইকোর্টে  মামলা দায়ের হয়। সব পুরসভায় একসঙ্গে ভোট করার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেই মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিল হাইকোর্ট।  প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ আজ পুরভোট সংক্রান্ত মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: হাই কোর্টে ইডি বনাম দিদি, এজলাসে নজিরবিহীন বিশৃঙ্খলা; শুনানি পিছল

 

আরও পড়ুন: হুমায়ুনের বাবরি মসজিদ শিলান্যাস বিতর্কে হস্তক্ষেপ নয়, শান্তির দায়িত্ব রাজ্যের, বললো হাইকোর্ট

বিচারপতি জানিয়েছেন, ভোট ঘোষণা হওয়াপর পর ভোট বন্ধ করে দেওয়ার নজির খুব কমই আছে। তাই ঘোষিত ভোটে কোনও বাধা থাকছে না। ফলে ১৯ ডিসেম্বরেই হবে ভোট। মামলাকারীদের দাবি ছিল, সবকটি পুরসভা ও পুর নিগমের ভোট একই দিনে করতে হবে। সব ভোটের গণনা করতেও হবে এক দিনেই। সেই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়নি। বলা হয়েছে, বাকি পুরভোটগুলি দ্রুত করতে হবে। রাজ্য সরকার ও রাজ্য নির্বাচনকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা আলোচনায় বসে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেয়।

 

কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে পরিমাণ ইভিএম আছে, তাতে এক দফায় ভোট করতে অসুবিধা হবে। কমিশনের এই যুক্তিতে সন্তুষ্ট আদালত।