লাইভ আপডেট
ভারত- পাক সংঘাত: পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাড়ির কাছে বিস্ফোরণ

- আপডেট : ৯ মে ২০২৫, শুক্রবার
- / 28
পুবের কলম, ওয়েব ডেস্ক:পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বাড়ির কাছে বিস্ফোরণ। ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাড়ি থেকে ২০ কিলোমিটার দূরে বিস্ফোরণ। বাড়ানো হয়েছে নিরাপত্তা। ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বিস্ফোরণ। হাই-সিকিউরিটি জোন কেঁপে উঠল আওয়াজ। শাহবাজ শরিফের নিরাপত্তা বাড়ানো হয়েছে। জারি তদন্ত। জঙ্গি হামলার আশঙ্কা। হাই অ্যালার্ট জারি।
* জলপথে হামলা করাচিতে। করাচিতে আক্রমণ। আইএনএস বিক্রান্ত থেকে নিক্ষেপ করা হলো ক্ষেপণাস্ত্র।
* রাজস্থানের জয়সলমীরে ভারতের হাতে বন্দি হলো এক পাকিস্তানি যুদ্ধবিমানের পাইলট।
* যুদ্ধবিরতি ভেঙে ফের নিয়ন্ত্রণ রেখায় গুলি পাক সেনার। উরি, কুপওয়াড়া, টাংধার, কারনা এলাকায় নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি। গুলির জবাব দিচ্ছে ভারতীয় সেনাও।
* চন্ডিগড়ে সম্পূর্ণ ব্ল্যাকআউট জারি করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এবং রাজস্থানের যোধপুরেও জারি ব্ল্যাক আউট।
* আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ করল পাকিস্তান। কোনও অসামরিক বিমান পাকিস্তানের আকাশে প্রবেশ করতে পারবে না এবং পাকিস্তানের কোনও বিমানবন্দর থেকেও কোনও উড়ান উড়তে পারবে না বলে জানানো হয়েছে। এমনকী দেশের মধ্যেও কোনও বিমান চলাচল করতে পারবে না।
* জম্মু ও কাশ্মীরে সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। জম্মু, পাঠানকোট এবং উধমপুরের সামরিক ঘাঁটিগুলিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে তারা । এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ওই ড্রোন ধ্বংস করেছে ভারতীয় সেনা।