BLO-দের জন্য কড়া নির্দেশ: আজই সব এনুমারেশন ফর্ম আপলোডের ডেডলাইন
- আপডেট : ২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 15
পুবের কলম, ওয়েবডেস্ক: এনুমারেশন ফর্ম আপলোডের সময়সীমা ৪ ডিসেম্বর থেকে বৃদ্ধি পেয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত হলেও, তার মধ্যেই বুথ লেভেল অফিসারদের জন্য জারি হল কড়া নির্দেশিকা। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে,যত ফর্ম এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে, সেগুলি আজ (মঙ্গলবার) রাত ১২টার মধ্যেই আপলোড করতে হবে। আজই প্রতিটি ফর্ম কমিশনের নির্দিষ্ট পোর্টালে আপলোডের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ২ ডিসেম্বরের পর থেকে যেদিন ফর্ম সংগ্রহ হবে, সেই দিনই আপলোড করতে হবে। কোনও ব্যাকলগ রাখা চলবে না। ১১ ডিসেম্বরের মধ্যে বিতরণ না-হওয়া ফর্মকে গণ্য করা হবে ‘Uncollectible’ হিসাবে।
এছাড়া আপলোডিং ভুল-ত্রুটি সংশোধনের জন্য ‘Edit’ ট্যাব আবার চালু করা হয়েছে, যা BLO-দের কাজে সুবিধা দেবে। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, এই অপশনটি আগেও ছিল, মাঝেকার কিছু সময় বন্ধ ছিল, এবার তা ফের সক্রিয় হয়েছে। যদি কিছু ডেটা অস্থায়ী কর্মীরা পূরণ করে থাকেন, সেক্ষেত্রে BLO-রা পুনরায় যাচাই করার সুযোগ পাবেন। তবে ত্রুটি থেকে গেলে দায় সম্পূর্ণই BLO-এর উপর বর্তাবে।
উল্লেখ্য, রবিবার নির্বাচন কমিশন জানায়, এসআইআর প্রক্রিয়া সাত দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এনুমারেশন ফর্ম আপলোডের শেষ দিন ১১ ডিসেম্বর, খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর। চূড়ান্ত তালিকা প্রকাশের দিনও এক সপ্তাহ পিছিয়ে গিয়ে ১৪ ফেব্রুয়ারি নির্ধারিত হয়েছে। এই আবহে আজ কমিশনের নির্দেশ, হাতে থাকা সব ফর্ম আজই আপলোড করতে হবে, আর আগামীকাল থেকে প্রতিদিনের সংগ্রহিত ফর্ম সেদিনই আপলোড করা বাধ্যতামূলক।








































