পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর-এর কাজ নিয়ে শান্তি নেই। প্রবল চাপে এবার আত্মহত্যার পথ বেছে নিলেন এক বিএলও। জয়পুরে এসআইআর-সংক্রান্ত কাজের চাপের জেরে এক সিনিয়র শিক্ষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মৃতের নাম মুকেশ জানগিড়। ঘটনাটি ঘটেছে জয়পুরে। জানা গিয়েছে, সোমবার ভোরে বিনদায়ক রেল ক্রসিংয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। ৪৮ বছর বয়সী শিক্ষক মুকেশ জানগিড়। তিনি নাহরি কা বস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন এবং তার পাশাপাশি বুথ লেভেল অফিসার হিসেবেও দায়িত্ব পালন করতেন।
পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে চারটের দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন জানগিড়। প্রথমে ধারণা করা হয়েছিল তিনি কাজে যাচ্ছেন। পরে তিনি বিনদায়ক রেল ক্রসিংয়ে পৌঁছে আত্মহত্যা করেন। তাঁর পকেট থেকে একটি সুইসাইড নোট মিলেছে। ওই সুইসাইড নোটে তিনি লিখেছেন, এসআইআর কাজ নিয়ে এক সুপারভাইজারের চাপেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






























