পুবের কলম, ওয়েবডেস্ক: যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও থামেনি রক্তপাত। ফিলিস্তিনের গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতির সময়কালেই ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৭০ জন।
গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল ৬ জন নিহত এবং ১৭ জন আহতকে গ্রহণ করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০,৩৬০ জনে, আর মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১,৭১,০৪৭ জনে।
এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মানবিক পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। গাজায় প্রয়োজনীয় ওষুধের ৫০ শতাংশের বেশি মজুত নেই, যা চিকিৎসা কার্যক্রমকে চরমভাবে বাধাগ্রস্ত করছে। চলমান অবরোধ ও সীমিত সরবরাহের কারণে হাসপাতালগুলো ন্যূনতম চিকিৎসাসেবাও দিতে হিমশিম খাচ্ছে।


































