০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটার তালিকা সংশোধন অভিযান: বিএলও-দের বার্ষিক ভাতা দ্বিগুণ

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ২ অগাস্ট ২০২৫, শনিবার
  • / 28

পুবের কলম ওয়েবডেস্ক: ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত কর্মীদের জন্য বড়সড় ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। বিহারে সদ্যসমাপ্ত ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (SIR)-পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বুথ লেভেল অফিসার (BLO)-দের বার্ষিক ভাতা এবার দ্বিগুণ হচ্ছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে দেশের সব রাজ্যেই পর্যায়ক্রমে এই SIR প্রক্রিয়া চালু করা হবে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই BLO-দের ভাতা এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সম্মানিক আর্থিক সুবিধা বাড়ানো হচ্ছে।

বর্তমানে BLO-রা বছরে যে ৬,০০০ টাকা করে ভাতা পেয়ে থাকেন, তা এবার থেকে বাড়িয়ে ১২,০০০ টাকা করা হচ্ছে। পাশাপাশি, SIR প্রক্রিয়া শুরু হলে সেই কাজের জন্য অতিরিক্ত ২,০০০ টাকা ভাতা পাবেন BLO-রা। আগে এই অতিরিক্ত ভাতা ছিল মাত্র ১,০০০ টাকা।

শুধু তাই নয়, ‘BLO সুপারভাইজ়ার’-দের বার্ষিক ভাতাও ১২,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৮,০০০ টাকা করা হয়েছে। এই ঘোষণার মাধ্যমে ভোটার তালিকা সংশোধন কাজে যুক্ত কর্মীদের উৎসাহ দেওয়া এবং তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: ভুয়ো ভোটারদের আবেদন মঞ্জুরের অভিযোগ, দুই ERO-র বিরুদ্ধে তদন্তের নির্দেশ

উল্লেখযোগ্য ভাবে, এই প্রথমবারের জন্য ‘ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার’ (ERO) এবং ‘অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার’ (AERO)-দের বার্ষিক সাম্মানিক বরাদ্দের কথাও জানানো হয়েছে। যথাক্রমে ERO-দের ৩০,০০০ টাকা এবং AERO-দের ২৫,০০০ টাকা বার্ষিক সাম্মানিক প্রদান করা হবে।

আরও পড়ুন: এসআইআর-এর বিরুদ্ধে ইন্ডিয়া ব্লকের প্রতিবাদ অব্যাহত, পোস্টারে মোদি ও নির্বাচন কমিশনের কার্টুন প্রদর্শন

এছাড়াও, BLO নিয়োগের ক্ষেত্রে কমিশনের কড়া অবস্থানের কথা আবারও স্পষ্ট করা হয়েছে। BLO পদে শুধুমাত্র স্থায়ী সরকারি কর্মীদেরই নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। কোনও জেলায় যদি সরকারি কর্মী বা সরকার পোষিত সংস্থার কর্মী না পাওয়া যায়, তবে সেই বিষয়ে যুক্তিসম্মত লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিক (DEO)-কে, যাঁরা সাধারণত জেলা শাসক পদে থাকেন।

আরও পড়ুন: বেপথ হলেই হস্তক্ষেপ, কমিশনকে নিবিড় সংস্কার নিয়ে শীর্ষ কোর্ট

অন্য দিকে, ERO পদের জন্য সাধারণ ভাবে মহকুমাশাসক (SDO) বা সমতুল পদাধিকারী অফিসারদের নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘোষণাগুলি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে—ভোটার তালিকা প্রস্তুতির মতো গুরুত্ত্বপূর্ণ প্রক্রিয়ায় যুক্ত কর্মীদের কাজকে আরও স্বচ্ছ, কার্যকর এবং পেশাদার করে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় স্তরেই উৎসাহ এবং আর্থিক স্বীকৃতির উদ্যোগ নেওয়া হচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভোটার তালিকা সংশোধন অভিযান: বিএলও-দের বার্ষিক ভাতা দ্বিগুণ

আপডেট : ২ অগাস্ট ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত কর্মীদের জন্য বড়সড় ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। বিহারে সদ্যসমাপ্ত ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (SIR)-পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বুথ লেভেল অফিসার (BLO)-দের বার্ষিক ভাতা এবার দ্বিগুণ হচ্ছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে দেশের সব রাজ্যেই পর্যায়ক্রমে এই SIR প্রক্রিয়া চালু করা হবে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই BLO-দের ভাতা এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সম্মানিক আর্থিক সুবিধা বাড়ানো হচ্ছে।

বর্তমানে BLO-রা বছরে যে ৬,০০০ টাকা করে ভাতা পেয়ে থাকেন, তা এবার থেকে বাড়িয়ে ১২,০০০ টাকা করা হচ্ছে। পাশাপাশি, SIR প্রক্রিয়া শুরু হলে সেই কাজের জন্য অতিরিক্ত ২,০০০ টাকা ভাতা পাবেন BLO-রা। আগে এই অতিরিক্ত ভাতা ছিল মাত্র ১,০০০ টাকা।

শুধু তাই নয়, ‘BLO সুপারভাইজ়ার’-দের বার্ষিক ভাতাও ১২,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৮,০০০ টাকা করা হয়েছে। এই ঘোষণার মাধ্যমে ভোটার তালিকা সংশোধন কাজে যুক্ত কর্মীদের উৎসাহ দেওয়া এবং তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: ভুয়ো ভোটারদের আবেদন মঞ্জুরের অভিযোগ, দুই ERO-র বিরুদ্ধে তদন্তের নির্দেশ

উল্লেখযোগ্য ভাবে, এই প্রথমবারের জন্য ‘ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার’ (ERO) এবং ‘অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার’ (AERO)-দের বার্ষিক সাম্মানিক বরাদ্দের কথাও জানানো হয়েছে। যথাক্রমে ERO-দের ৩০,০০০ টাকা এবং AERO-দের ২৫,০০০ টাকা বার্ষিক সাম্মানিক প্রদান করা হবে।

আরও পড়ুন: এসআইআর-এর বিরুদ্ধে ইন্ডিয়া ব্লকের প্রতিবাদ অব্যাহত, পোস্টারে মোদি ও নির্বাচন কমিশনের কার্টুন প্রদর্শন

এছাড়াও, BLO নিয়োগের ক্ষেত্রে কমিশনের কড়া অবস্থানের কথা আবারও স্পষ্ট করা হয়েছে। BLO পদে শুধুমাত্র স্থায়ী সরকারি কর্মীদেরই নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। কোনও জেলায় যদি সরকারি কর্মী বা সরকার পোষিত সংস্থার কর্মী না পাওয়া যায়, তবে সেই বিষয়ে যুক্তিসম্মত লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিক (DEO)-কে, যাঁরা সাধারণত জেলা শাসক পদে থাকেন।

আরও পড়ুন: বেপথ হলেই হস্তক্ষেপ, কমিশনকে নিবিড় সংস্কার নিয়ে শীর্ষ কোর্ট

অন্য দিকে, ERO পদের জন্য সাধারণ ভাবে মহকুমাশাসক (SDO) বা সমতুল পদাধিকারী অফিসারদের নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘোষণাগুলি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে—ভোটার তালিকা প্রস্তুতির মতো গুরুত্ত্বপূর্ণ প্রক্রিয়ায় যুক্ত কর্মীদের কাজকে আরও স্বচ্ছ, কার্যকর এবং পেশাদার করে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় স্তরেই উৎসাহ এবং আর্থিক স্বীকৃতির উদ্যোগ নেওয়া হচ্ছে।