১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কোটায় নিট পরীক্ষার্থীর দেহ উদ্ধার! আত্মহত্যা না খুন খতিয়ে দেখছে পুলিশ

চামেলি দাস
  • আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, শনিবার
  • / 303

পুবের কলম, ওয়েবডেস্ক: রাজস্থানের কোটা থেকে নিট পরীক্ষার্থীর দেহ উদ্ধার। এ বছর পরীক্ষায় বসার কথা ছিল ওই পরীক্ষার্থীর। পরীক্ষার আগেই যুবকের মৃত্যু হওয়ায় বাড়ছে রহস্য। নিট পড়ুয়ার বাড়ি দিল্লিতে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পড়ুয়ার বাবা পেশায় একজন ছুতোর মিস্ত্রি। মৃত ওই পড়ুয়ার নাম রোশন শর্মা। আগামী ৪ মে নিট পরীক্ষা। মাঝে বাড়ি ফিরেছিলেন। তিন দিন আগেই বাড়ি থেকে কোটায় ফিরে আসেন ওই পরীক্ষার্থী। বৃহস্পতিবার রেললাইনের ধার থেকে রোশনের দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন যুবক।

আরও পড়ুন: নাগরিকত্ব নিয়ে ‘জোট’! সীমান্তে নাগরিকত্ব জটে আটকে একাধিক মহিলা

আরও পড়ুন: ফের আত্মঘাতী নিট পড়ুয়া, পড়াশোনার চাপেই চরম পদক্ষেপ মুহাম্মদের

রোশনের বাবা রঞ্জিত শর্মা জানিয়েছেন, গত তিন বছর ধরে নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁর পুত্র। আরও এক বছর হাতে সময় নিয়ে পরীক্ষা দিলে ভাল হবে বলে জানিয়েছিল বোনকে। পরিবারের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে পরীক্ষায় ব্যর্থ হওয়ার আতঙ্কে মানসি চাপে ভুগছিলেন রোশন।মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন তিনি। তবে রোশনের বাবার দাবি, তাঁর পুত্র আত্মহত্যা করতে পারেন না। রেললাইনে ধারে পড়ে থাকা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবারের সদস্যরা। ছেলেকে খুন করা হয়েছে বলে সন্দেহ পড়ুয়ার বাবার। সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: ফের কোটায় আত্মঘাতী নিট পড়ুয়া, ‘ছেলে আত্মহত্যা করতেই পারে না’ দাবি মৃতের বাবার

 

আরও পড়ুন: হতদরিদ্র পরিবারের ছেলে জাকারিয়ার নজরকাড়া সাফল্য, নিট পরীক্ষায় কাঁপিয়ে দিল কালিয়াচক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোটায় নিট পরীক্ষার্থীর দেহ উদ্ধার! আত্মহত্যা না খুন খতিয়ে দেখছে পুলিশ

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: রাজস্থানের কোটা থেকে নিট পরীক্ষার্থীর দেহ উদ্ধার। এ বছর পরীক্ষায় বসার কথা ছিল ওই পরীক্ষার্থীর। পরীক্ষার আগেই যুবকের মৃত্যু হওয়ায় বাড়ছে রহস্য। নিট পড়ুয়ার বাড়ি দিল্লিতে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পড়ুয়ার বাবা পেশায় একজন ছুতোর মিস্ত্রি। মৃত ওই পড়ুয়ার নাম রোশন শর্মা। আগামী ৪ মে নিট পরীক্ষা। মাঝে বাড়ি ফিরেছিলেন। তিন দিন আগেই বাড়ি থেকে কোটায় ফিরে আসেন ওই পরীক্ষার্থী। বৃহস্পতিবার রেললাইনের ধার থেকে রোশনের দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন যুবক।

আরও পড়ুন: নাগরিকত্ব নিয়ে ‘জোট’! সীমান্তে নাগরিকত্ব জটে আটকে একাধিক মহিলা

আরও পড়ুন: ফের আত্মঘাতী নিট পড়ুয়া, পড়াশোনার চাপেই চরম পদক্ষেপ মুহাম্মদের

রোশনের বাবা রঞ্জিত শর্মা জানিয়েছেন, গত তিন বছর ধরে নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁর পুত্র। আরও এক বছর হাতে সময় নিয়ে পরীক্ষা দিলে ভাল হবে বলে জানিয়েছিল বোনকে। পরিবারের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে পরীক্ষায় ব্যর্থ হওয়ার আতঙ্কে মানসি চাপে ভুগছিলেন রোশন।মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন তিনি। তবে রোশনের বাবার দাবি, তাঁর পুত্র আত্মহত্যা করতে পারেন না। রেললাইনে ধারে পড়ে থাকা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবারের সদস্যরা। ছেলেকে খুন করা হয়েছে বলে সন্দেহ পড়ুয়ার বাবার। সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: ফের কোটায় আত্মঘাতী নিট পড়ুয়া, ‘ছেলে আত্মহত্যা করতেই পারে না’ দাবি মৃতের বাবার

 

আরও পড়ুন: হতদরিদ্র পরিবারের ছেলে জাকারিয়ার নজরকাড়া সাফল্য, নিট পরীক্ষায় কাঁপিয়ে দিল কালিয়াচক