১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

DNA পরীক্ষায় শনাক্ত ৯ মৃতদেহ, এক যাত্রীর দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতে

চামেলি দাস
  • আপডেট : ১৪ জুন ২০২৫, শনিবার
  • / 144

পুবের কলম ওয়েবডেস্ক: আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৭৯ জন বলে খবর। দুর্ঘটনাস্থলে আরও মৃতদেহ রয়েছে বলে মনে করা হচ্ছে। মৃতদেহের ডিএনএ টেস্ট করে ৯ জনের দেহ শনাক্ত করা গিয়েছে। এর মধ্যে একজনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি আটজনের দেহ খুব তাড়াতাড়ি তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে সিভিল হাসপাতালের তরফে জানানো হয়েছে।

এর আগে আটজনের দেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল। তাঁদের ডিএনএ পরীক্ষা করার দরকার পড়েনি বলে জানিয়েছে হাসপাতাল পরিবারের সদস্যরা মৃতদেহ শনাক্ত করতে পেরেছিলেন। দুর্ঘটনাগ্রস্ত লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে থাকা ২৪১ জন যাত্রীর মৃত্যু হয়েছিল। প্রাণে বেঁচে গিয়েছিলেন বিমানের একমাত্র যাত্রী বিশ্বাস কুমার রমেশ।  বিমানটি একটি মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। এখনও পর্যন্ত বিমানে থাকা ২৪১ জন-সহ মোট ২৭৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের উড়ান বন্ধ রাখার আবেদন, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

বৃহস্পতিবার আমেদাবাদ বিমানন্দর থেকে ১টা ৩৮ মিনিট নাগাদ টেক অফের ২৭ সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমান। বিমানটি একটি মেডিক্যাল কলেজের হস্টেলে এসে ধাক্কা মারে। সেই সময় সেখানে একাধিক ডাক্তারি পড়ুয়া উপস্থিত ছিলেন। দুর্ঘটনার জেরে তাঁরাও আহত হন।

আরও পড়ুন: আমদাবাদ বিমান দুর্ঘটনায় উদ্ধার হওয়া ব্ল্যাক বক্স ভারতেই আছে: রামমোহন নাইডু

প্রায় ২০০ জন ডাক্তারি পড়ুয়া ওই হস্টেলে থাকতেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, এই দুর্ঘটনার জেরে কমপক্ষে ৪০ জন জুনিয়র ডাক্তার আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বাকিরা।

আরও পড়ুন: লখনউতে অবতরণের সময়ই চাকায় ধরল আগুন, সউদি আরব থেকে ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরছিল

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

DNA পরীক্ষায় শনাক্ত ৯ মৃতদেহ, এক যাত্রীর দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতে

আপডেট : ১৪ জুন ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৭৯ জন বলে খবর। দুর্ঘটনাস্থলে আরও মৃতদেহ রয়েছে বলে মনে করা হচ্ছে। মৃতদেহের ডিএনএ টেস্ট করে ৯ জনের দেহ শনাক্ত করা গিয়েছে। এর মধ্যে একজনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি আটজনের দেহ খুব তাড়াতাড়ি তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে সিভিল হাসপাতালের তরফে জানানো হয়েছে।

এর আগে আটজনের দেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল। তাঁদের ডিএনএ পরীক্ষা করার দরকার পড়েনি বলে জানিয়েছে হাসপাতাল পরিবারের সদস্যরা মৃতদেহ শনাক্ত করতে পেরেছিলেন। দুর্ঘটনাগ্রস্ত লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে থাকা ২৪১ জন যাত্রীর মৃত্যু হয়েছিল। প্রাণে বেঁচে গিয়েছিলেন বিমানের একমাত্র যাত্রী বিশ্বাস কুমার রমেশ।  বিমানটি একটি মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। এখনও পর্যন্ত বিমানে থাকা ২৪১ জন-সহ মোট ২৭৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের উড়ান বন্ধ রাখার আবেদন, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

বৃহস্পতিবার আমেদাবাদ বিমানন্দর থেকে ১টা ৩৮ মিনিট নাগাদ টেক অফের ২৭ সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমান। বিমানটি একটি মেডিক্যাল কলেজের হস্টেলে এসে ধাক্কা মারে। সেই সময় সেখানে একাধিক ডাক্তারি পড়ুয়া উপস্থিত ছিলেন। দুর্ঘটনার জেরে তাঁরাও আহত হন।

আরও পড়ুন: আমদাবাদ বিমান দুর্ঘটনায় উদ্ধার হওয়া ব্ল্যাক বক্স ভারতেই আছে: রামমোহন নাইডু

প্রায় ২০০ জন ডাক্তারি পড়ুয়া ওই হস্টেলে থাকতেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, এই দুর্ঘটনার জেরে কমপক্ষে ৪০ জন জুনিয়র ডাক্তার আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বাকিরা।

আরও পড়ুন: লখনউতে অবতরণের সময়ই চাকায় ধরল আগুন, সউদি আরব থেকে ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরছিল