১৭ নভেম্বর ২০২৫, সোমবার, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আহমেদাবাদ-কলকাতা এক্সপ্রেস থেকে যুবকের দেহ উদ্ধার

চামেলি দাস
  • আপডেট : ৯ মে ২০২৫, শুক্রবার
  • / 255

পুবের কলম ওয়েবডেস্ক: আহমেদাবাদ-কলকাতা এক্সপ্রেস থেকে এক যুবকের দেহ উদ্ধার। মধ্যপ্রদেশের সাগর রেল স্টেশন থেকে দেহ উদ্ধার হয়। রাত দুটো নাগাদ সাগর স্টেশন এসে ট্রেন দাঁড়ায়। এরপর জিআরপি এবং আরপিএফ আধিকারিকরা এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির দেহ উদ্ধার করেন।

যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। ট্রেনের পিছনের দিকে জেনারেল কামরা থেকে যুবকের দেহ উদ্ধার হয়। কোনও পরিচয়পত্র বা রেলের টিকিট যুবকের কাছ থেকে পাওয়া যায়নি। বিনা জংশন থেকে ট্রেন ছাড়ার পর এক যাত্রী বাথরুমে যান। বাথরুম গেলে যুবকের দেহ দেখতে পান। ওই যাত্রী স্টেশন ম্যানেজার এবং টিকিট চেকারকে বিষয়টি জানান।

আরও পড়ুন: কাশ্মীরের আপেল চাষিদের জন্য রেলের ‘Apple Express’

এরপর ট্রেনটি সাগর স্টেশনে পৌঁছলে ফরেন্সিক দল সেখানে পৌঁছয়। তদন্তকারী দল ট্রেনের বাথরুম ঘুরে দেখে এবং নমুনা সংগ্রহ করে।

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

আরও পড়ুন: Train Service Disruption: পর পর দু’দিন ট্রেন অবরোধ শিয়ালদহ দক্ষিণ শাখায়
Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আহমেদাবাদ-কলকাতা এক্সপ্রেস থেকে যুবকের দেহ উদ্ধার

আপডেট : ৯ মে ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: আহমেদাবাদ-কলকাতা এক্সপ্রেস থেকে এক যুবকের দেহ উদ্ধার। মধ্যপ্রদেশের সাগর রেল স্টেশন থেকে দেহ উদ্ধার হয়। রাত দুটো নাগাদ সাগর স্টেশন এসে ট্রেন দাঁড়ায়। এরপর জিআরপি এবং আরপিএফ আধিকারিকরা এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির দেহ উদ্ধার করেন।

যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। ট্রেনের পিছনের দিকে জেনারেল কামরা থেকে যুবকের দেহ উদ্ধার হয়। কোনও পরিচয়পত্র বা রেলের টিকিট যুবকের কাছ থেকে পাওয়া যায়নি। বিনা জংশন থেকে ট্রেন ছাড়ার পর এক যাত্রী বাথরুমে যান। বাথরুম গেলে যুবকের দেহ দেখতে পান। ওই যাত্রী স্টেশন ম্যানেজার এবং টিকিট চেকারকে বিষয়টি জানান।

আরও পড়ুন: কাশ্মীরের আপেল চাষিদের জন্য রেলের ‘Apple Express’

এরপর ট্রেনটি সাগর স্টেশনে পৌঁছলে ফরেন্সিক দল সেখানে পৌঁছয়। তদন্তকারী দল ট্রেনের বাথরুম ঘুরে দেখে এবং নমুনা সংগ্রহ করে।

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

আরও পড়ুন: Train Service Disruption: পর পর দু’দিন ট্রেন অবরোধ শিয়ালদহ দক্ষিণ শাখায়