০৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আলমারিতে প্লাস্টিকে মোড়া দেহ, ট্যাঙ্কে মিললো কাটা হাড় ও মাংস! মা খুনে গ্রেফতার মেয়ে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ মার্চ ২০২৩, বুধবার
  • / 8

পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকারের নারকীয় হত্যাকাণ্ড দেশবাসীর মধ্যে আতঙ্কের ছাপ ফেলেছিল। সেখানে লিভ ইন পার্টনার আফতাব আমিন পুনাওয়ালার হাতে খুন হতে হয়েছিল শ্রদ্ধাকে। নৃশংসতার মাত্রা ছাড়িয়ে যায় এই হত্যাকাণ্ড। খুনের পর শ্রদ্ধার দেহ কুচিয়ে ৩৫ টুকরো করে আফতাব। এবার নিজের কন্যা সন্তানের হাতে বর্বরোচিত হত্যার শিকার হলেন এক মা। মুম্বইয়ের লালবাগ এলাকার ঘটনা। অভিযুক্ত ২৩ বছরের কন্যা রিম্পলকে গ্রেফতার করেছে পুলিশ। ৫৩ বছর বয়সী মৃতা মায়ের নাম বীণা জৈন।

পুলিশ জানিয়েছে, মৃতা বীণা জৈনের দেহ বিকৃত অবস্থায় উদ্ধার হয়েছে আলমারি থেকে। দেহ বেশ কয়েকমাস আগেই রাখা হয়েছিল। ট্যাঙ্কের ভিতর থেকেও উদ্ধার হয় স্টিলের বাক্স। এই বাক্সতে ভরা ছিল মৃতদেহের কাটা হাড় এবং মাংস।

আরও পড়ুন: মুম্বইয়ের ইডি দফতরে আগুন, বহু নথি নষ্টের আশঙ্কা, ঘটনাস্থলে ১২টি ইঞ্জিন

পুলিশ আধিকারিক প্রবীণ মুণ্ডে জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে বীণা নিখোঁজ থাকায় তাঁর ভাই এবং ভাইপো মঙ্গলবার কালাচৌকি থানায় অভিযোগ দায়ের করেন। তার পরেই তদন্ত শুরু করে পুলিশ। বীণা জৈনকে শেষবার দেখা গিয়েছিল গত ২৬ নভেম্বর। পুলিশ বীণা জৈনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একটি আলমারির মধ্যে থেকে প্লাস্টিকে মোড়া অবস্থায় তার বিকৃত দেহ উদ্ধার করে। তবে কিভাবে এই প্রৌঢ়ার মৃত্যু হয়েছে, তার কারণ এখন অজানা। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে জানা গেছে গত ডিসেম্বরে বীণা জৈন সিড়ি থেকে নিচে পড়ে গিয়েছিলেন। পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: বিমানে যাত্রীর মৃত্যু, জরুরি অবতরণ ইন্ডিগো এয়ারলাইন্সের

আরও পড়ুন: রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অভিনেতা মনোজ কুমারের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আলমারিতে প্লাস্টিকে মোড়া দেহ, ট্যাঙ্কে মিললো কাটা হাড় ও মাংস! মা খুনে গ্রেফতার মেয়ে

আপডেট : ১৫ মার্চ ২০২৩, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকারের নারকীয় হত্যাকাণ্ড দেশবাসীর মধ্যে আতঙ্কের ছাপ ফেলেছিল। সেখানে লিভ ইন পার্টনার আফতাব আমিন পুনাওয়ালার হাতে খুন হতে হয়েছিল শ্রদ্ধাকে। নৃশংসতার মাত্রা ছাড়িয়ে যায় এই হত্যাকাণ্ড। খুনের পর শ্রদ্ধার দেহ কুচিয়ে ৩৫ টুকরো করে আফতাব। এবার নিজের কন্যা সন্তানের হাতে বর্বরোচিত হত্যার শিকার হলেন এক মা। মুম্বইয়ের লালবাগ এলাকার ঘটনা। অভিযুক্ত ২৩ বছরের কন্যা রিম্পলকে গ্রেফতার করেছে পুলিশ। ৫৩ বছর বয়সী মৃতা মায়ের নাম বীণা জৈন।

পুলিশ জানিয়েছে, মৃতা বীণা জৈনের দেহ বিকৃত অবস্থায় উদ্ধার হয়েছে আলমারি থেকে। দেহ বেশ কয়েকমাস আগেই রাখা হয়েছিল। ট্যাঙ্কের ভিতর থেকেও উদ্ধার হয় স্টিলের বাক্স। এই বাক্সতে ভরা ছিল মৃতদেহের কাটা হাড় এবং মাংস।

আরও পড়ুন: মুম্বইয়ের ইডি দফতরে আগুন, বহু নথি নষ্টের আশঙ্কা, ঘটনাস্থলে ১২টি ইঞ্জিন

পুলিশ আধিকারিক প্রবীণ মুণ্ডে জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে বীণা নিখোঁজ থাকায় তাঁর ভাই এবং ভাইপো মঙ্গলবার কালাচৌকি থানায় অভিযোগ দায়ের করেন। তার পরেই তদন্ত শুরু করে পুলিশ। বীণা জৈনকে শেষবার দেখা গিয়েছিল গত ২৬ নভেম্বর। পুলিশ বীণা জৈনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একটি আলমারির মধ্যে থেকে প্লাস্টিকে মোড়া অবস্থায় তার বিকৃত দেহ উদ্ধার করে। তবে কিভাবে এই প্রৌঢ়ার মৃত্যু হয়েছে, তার কারণ এখন অজানা। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে জানা গেছে গত ডিসেম্বরে বীণা জৈন সিড়ি থেকে নিচে পড়ে গিয়েছিলেন। পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: বিমানে যাত্রীর মৃত্যু, জরুরি অবতরণ ইন্ডিগো এয়ারলাইন্সের

আরও পড়ুন: রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অভিনেতা মনোজ কুমারের