বাগানে আম কুড়োতে গিয়ে মালিকের প্রহারে মৃত্যু কিশোরের, বিক্ষোভ
- আপডেট : ১৬ মে ২০২৫, শুক্রবার
- / 76
পুবের কলম, ওয়েব ডেস্কঃ বাগানে আম কুড়োতে হয়ে মালিকের প্রহারে মৃত্যু হল ১৭ বছর বয়সী কিশোরের। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটির শিবদাসপুর থানার অন্তর্গত আতিসরা গ্রামে। ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয় কল্যাণী এক্সপ্রেসওয়ে।
জানা গিয়েছে, আম কুড়োতে গিয়ে বাগান মালিকের হাতে ধরা পড়ে যায় ছেলেটি। এরপরেই ছেলেটিকে নাগালে পেয়ে উত্তম-মধ্যম পেটাতে শুরু করেন। আর তাতেই মৃত্যু হয় ১৭ বছরের সুদীপ্ত পণ্ডিতের। ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন স্থানীয় গ্রামবাসীরা। তাঁরা অবিলম্বে খুনি মালিক শেখ ফারহাদ মণ্ডলের ফাঁসির দাবি করেছেন। তাঁর আম বাগানে ঢুকে আলাঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। মারমুখী জনতাকে সরিয়ে দিয়ে উত্তেজনা প্রশমন করে শিবদাসপুর থানার পুলিশ। পাশাপাশি অবস্থা নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফ ও কমব্যক্ট ফোর্স।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার (১৫ মে) সকালে পরিবারের সঙ্গে সুদীপ্ত কাঁচরাপাড়া থেকে নৈহাটিতে আত্মীয়ের বাড়িতে যান একটি শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে। তিনি কাঁচরাপাড়া বাসন্তী তলার বাসিন্দা। এরপর সুদীপ্ত দুপুরে মাসির বাড়ির এলাকার বেশকিছু বন্ধুদের সঙ্গে গ্রামেরই একটি আম বাগানে আম কুড়াতে যান। তখনই আম কুড়োনো অবস্থায় কিশোরদের দেখে নেয় বাগানের মালিক শেখ ফারহাদ মন্ডল। এরপর তিনি বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ধাওয়া করেন। অন্যান্য কিশোরেরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও মালিকের হাতের নাগালে চলে আসেন সুদীপ্ত। স্থানীয় না হওয়ায় পথ ভুলে যেতেই তাঁকে ধরে ফেলেন ওই আম বাগান মালিক। তাঁকে বেধড়ক মারধর করে বাগান মালিক ও তার লোকজনেরা।
বেধড়ক প্রহারে অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সুদীপ্ত। এরপরই সুদীপ্তর বন্ধুরা খবর দেয় তাঁর পরিবারকে। এরপর ছেলেটির আত্মীয়রা গ্রামের প্রতিবেশীদের সঙ্গে নিয়ে গিয়ে আম বাগান মালিকের ডেরা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে সুদীপ্তকে। এবং নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার রাতেই মৃত কিশোরের পরিবারের তরফে আমবাগান মালিকের বিরুদ্ধে নৈহাটির শিবদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।এই মূহুর্তে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শিবদাসপুর থানার পুলিশ। ঘটনার পর থেকে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শেখ ফারহাদ মন্ডল, শুক্রবার ধৃতকে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হবে। পাশাপাশি মৃত কিশোর সুদীপ্ত পণ্ডিতের শব দেহের ময়নাতদন্তের জন্য ব্যারাকপুর পুলিশ মর্গে পাঠানো হয়েছে।