ব্রাজিলে ভয়াবহ টর্নেডোর তাণ্ডব, মৃত ৫, আহত শতাধিক
- আপডেট : ৯ নভেম্বর ২০২৫, রবিবার
- / 58
ব্রাজিলের দক্ষিণাঞ্চলে এক ভয়াবহ টর্নেডোতে অন্তত পাঁচ জনের মৃত্যু এবং ৪৩২ জন আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় বিকেলে পারানা রাজ্যের রিও বোনিতো দো ইগুয়াকু শহরে আঘাত হানে ঘূর্ণিঝড়টি, যার বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৮০ থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, শহরের প্রায় ৮০ শতাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঝড়ে বহু বাড়িঘর, গাড়ি ও গাছপালা উল্টে যায়। দু’জন এখনো নিখোঁজ, এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পারানার সিভিল ডিফেন্স প্রধান ফার্নান্দো শুনিগ ঘটনাস্থল বর্ণনা করে বলেন, “পুরো শহরটি এখন যেন এক যুদ্ধক্ষেত্র।” সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ঘরবাড়ি ধসে পড়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, সর্বত্র ধ্বংসের চিহ্ন।
আবহাওয়া বিভাগ সতর্ক করেছে, পারানা ছাড়াও সান্তা ক্যাটারিনা ও রিও গ্র্যান্ডে দো সুল রাজ্যে আরও বিপজ্জনক ঝড়ের সম্ভাবনা রয়েছে। জরুরি উদ্ধারকাজ ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় সেনা ও স্থানীয় কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।



























