৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভ্যাকসিনের শংসাপত্র না থাকায় ব্রাজিলের রাষ্ট্রপতিকে রেস্তরাঁয় প্রবেশে বাধা

  • সুস্মিতা
  • আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • 31

পুবের কলম, ওয়েবডেস্কঃ আমেরিকায় করোনা বিধিনিষেধ যে কতটা কড়াকড়ি-তার দৃষ্টান্ত পাওয়া যায় সম্প্রতি নিউ ইয়র্কে ঘটে যাওয়া একটি ঘটনায়। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে সেখানকার একটি রেস্তরাঁয় প্রবেশ করতে বাধা দেয় কারণ তার কাছে ভ্যাকসিনের শংসাপত্র ছিল না। এরপর বোলসোনারোকে ফুটপাথে পিৎজা খেতে হয় এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। জানা যায়, বোলসোনারো নিউ ইয়র্কে পৌঁছেছেন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের এক অধিবেশনে যোগ দিতে। বোলসোনারো বর্তমানে আমেরিকায় রয়েছেন।
উল্লেখ্য, তারা রবিবার রাতে ব্রাজিলের কিছু কর্মকর্তার সঙ্গে নিউইয়র্কের একটি রেস্তরাঁয় খেতে যান। সেখানে প্রবেশের আগে প্রত্যেকের করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট চাওয়া হয়। কিন্তু অধিকাংশেরই সার্টিফিকেট ছিল না। এরপর তাদের ফুটপাথে দাঁড়িয়ে পিৎজা খেতে হয়েছিল। মন্ত্রীরা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করেছেন। আমেরিকার হোটেল এবং রেস্তরাঁয় প্রবেশের জন্য করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট থাকা আবশ্যক। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বলসোনারো এখনও টিকা দেননি। তিনি বিশ্বাস করেন যে, করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য তার রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বাংলাতেই মাইক্রো অবজারভার নিয়োগ কেনো? কমিশনকে প্রশ্ন অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভ্যাকসিনের শংসাপত্র না থাকায় ব্রাজিলের রাষ্ট্রপতিকে রেস্তরাঁয় প্রবেশে বাধা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আমেরিকায় করোনা বিধিনিষেধ যে কতটা কড়াকড়ি-তার দৃষ্টান্ত পাওয়া যায় সম্প্রতি নিউ ইয়র্কে ঘটে যাওয়া একটি ঘটনায়। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে সেখানকার একটি রেস্তরাঁয় প্রবেশ করতে বাধা দেয় কারণ তার কাছে ভ্যাকসিনের শংসাপত্র ছিল না। এরপর বোলসোনারোকে ফুটপাথে পিৎজা খেতে হয় এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। জানা যায়, বোলসোনারো নিউ ইয়র্কে পৌঁছেছেন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের এক অধিবেশনে যোগ দিতে। বোলসোনারো বর্তমানে আমেরিকায় রয়েছেন।
উল্লেখ্য, তারা রবিবার রাতে ব্রাজিলের কিছু কর্মকর্তার সঙ্গে নিউইয়র্কের একটি রেস্তরাঁয় খেতে যান। সেখানে প্রবেশের আগে প্রত্যেকের করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট চাওয়া হয়। কিন্তু অধিকাংশেরই সার্টিফিকেট ছিল না। এরপর তাদের ফুটপাথে দাঁড়িয়ে পিৎজা খেতে হয়েছিল। মন্ত্রীরা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করেছেন। আমেরিকার হোটেল এবং রেস্তরাঁয় প্রবেশের জন্য করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট থাকা আবশ্যক। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বলসোনারো এখনও টিকা দেননি। তিনি বিশ্বাস করেন যে, করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য তার রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট।