১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

Breaking: কলকাতা বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য হচ্ছেন আশিস চট্টোপাধ্যায়

পুবের কলম, ওয়েবডেস্ক:  কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন আশিস কুমার চট্টোপাধ্যায়। তিনি স্ট্যাটিস্টিক্সের অধ্যাপক। আগামী তিন মাসের জন্য উপাচার্য পদে থাকবেন তিনি। সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় উপাচার্য থাকাকালীন তিনি বিশ্ববিদ্যালয়ের সহ-উপচার্য পদে নিযুক্ত ছিলেন। আশিস চট্টোপাধ্যায়কে উপাচার্য পদে নিয়োগ করতে চেয়ে শিক্ষা দফতরের পক্ষ থেকে রাজ্যপালকে প্রস্তাব পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার সেই প্রস্তাবের সম্মতি দেন তিনি।

প্রসঙ্গত, ২০২১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পুনর্নিয়োগ দেয় রাজ্য। গত ২৭ অগস্ট উপাচার্য পদে তাঁর মেয়াদ শেষ হওয়ার দিনই বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগ দেওয়া হয়েছিল। ওই সময় আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়। তবে তৎকালীন রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড় তাতে সিলমোহর দেননি।

আরও পড়ুন: রাজ্যের ৮টি বিশ্ববিদ্যালয় পাচ্ছে স্থায়ী উপাচার্য, বাকি আরও ৭

এরপরেই আচার্যের অনুমতি ছাড়াই এবং ইউজিসি নিয়ম না মেনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ বিষয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। সে সময় হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ উপাচার্য পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের পুনর্নিয়োগের সিদ্ধান্তকে বেআইনি আখ্যা দেন। বলা হয়, রাজ্য সরকার একার সিদ্ধান্তে এভাবে উপাচার্য নিয়োগ করতে পারে না। তাঁকে উপাচার্য পদ থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধেই সুপ্রিমকোর্টে আবেদন জানায় রাজ্য সরকার।

আরও পড়ুন: নয়া শিক্ষানীতি মেনে পরীক্ষা দায়িত্ব এবার কলেজগুলিকে

সুপ্রিমকোর্টের বিচারপতি ওয়াই ভি চন্দ্রচূড় ও হিমা কোহলির এজলাসে মামলাটির শুনানি হয়। এক্ষেত্রে সুপ্রিমকোর্টও কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রাখে। বলা হয়, হাইকোর্টের রায় সঠিক ও আইনত যথাযথ।

আরও পড়ুন: ১১ বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রভারতীর অস্থায়ী উপাচার্য হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি

সর্বধিক পাঠিত

সপ্তাহান্তে উত্তরবঙ্গকে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর, শিলান্যাস মহাকাল মন্দিরের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking: কলকাতা বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য হচ্ছেন আশিস চট্টোপাধ্যায়

আপডেট : ২০ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন আশিস কুমার চট্টোপাধ্যায়। তিনি স্ট্যাটিস্টিক্সের অধ্যাপক। আগামী তিন মাসের জন্য উপাচার্য পদে থাকবেন তিনি। সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় উপাচার্য থাকাকালীন তিনি বিশ্ববিদ্যালয়ের সহ-উপচার্য পদে নিযুক্ত ছিলেন। আশিস চট্টোপাধ্যায়কে উপাচার্য পদে নিয়োগ করতে চেয়ে শিক্ষা দফতরের পক্ষ থেকে রাজ্যপালকে প্রস্তাব পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার সেই প্রস্তাবের সম্মতি দেন তিনি।

প্রসঙ্গত, ২০২১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পুনর্নিয়োগ দেয় রাজ্য। গত ২৭ অগস্ট উপাচার্য পদে তাঁর মেয়াদ শেষ হওয়ার দিনই বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগ দেওয়া হয়েছিল। ওই সময় আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়। তবে তৎকালীন রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড় তাতে সিলমোহর দেননি।

আরও পড়ুন: রাজ্যের ৮টি বিশ্ববিদ্যালয় পাচ্ছে স্থায়ী উপাচার্য, বাকি আরও ৭

এরপরেই আচার্যের অনুমতি ছাড়াই এবং ইউজিসি নিয়ম না মেনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ বিষয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। সে সময় হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ উপাচার্য পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের পুনর্নিয়োগের সিদ্ধান্তকে বেআইনি আখ্যা দেন। বলা হয়, রাজ্য সরকার একার সিদ্ধান্তে এভাবে উপাচার্য নিয়োগ করতে পারে না। তাঁকে উপাচার্য পদ থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধেই সুপ্রিমকোর্টে আবেদন জানায় রাজ্য সরকার।

আরও পড়ুন: নয়া শিক্ষানীতি মেনে পরীক্ষা দায়িত্ব এবার কলেজগুলিকে

সুপ্রিমকোর্টের বিচারপতি ওয়াই ভি চন্দ্রচূড় ও হিমা কোহলির এজলাসে মামলাটির শুনানি হয়। এক্ষেত্রে সুপ্রিমকোর্টও কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রাখে। বলা হয়, হাইকোর্টের রায় সঠিক ও আইনত যথাযথ।

আরও পড়ুন: ১১ বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রভারতীর অস্থায়ী উপাচার্য হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি