২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মিনাখাঁর চৈতল এলাকায় ক্ষণিকের টর্নেডো, জলঘূর্ণির ভয়ংকর দৃশ্য দেখে আতঙ্কিত এলাকাবাসী

চামেলি দাস
  • আপডেট : ২৩ মে ২০২৫, শুক্রবার
  • / 385

ইনামুল হক, বসিরহাটঃ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ  বসিরহাট মহকুমার মিনাখাঁর চৈতল নেরুলী এলাকায় হঠাৎই টর্নেডোর মতো এক ভয়ঙ্কর প্রাকৃতিক দৃশ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল চৈতলের ৪ নং  নেরুলির  বিদ্যাধরী নদী ও সংলগ্ন মেছোঘেরি। গ্রামবাসীরা জানাচ্ছেন, এদিন আমরা দেখতে পাই,  হঠাৎই বিশাল জলরাশি ঘূর্ণিবায়ুর টানে আকাশের দিকে উঠে যাচ্ছে। ক্রমে সেই জলরাশি একটি কুণ্ডলী পাকিয়ে আরও উপরে উঠতে থাকে, যা দেখে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়ায়। এই দৃশ্য ছিল যেন সিনেমার মতো — গ্রামাঞ্চলের মানুষ এমন প্রাকৃতিক দৃশ্য আগে কখনও দেখেননি। কেউ কেউ প্রথমে ঘর থেকে বের হতে ভয় পান, আবার অনেকেই বাইরে এসে মোবাইলে ভিডিও ধারণ করেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই দৃশ্য ভাইরাল হয়ে গেছে।

মিনাখাঁর চৈতল এলাকায় ক্ষণিকের টর্নেডো, জলঘূর্ণির ভয়ংকর দৃশ্য দেখে আতঙ্কিত এলাকাবাসী

আরও পড়ুন: এবার বাংলায় ঘূর্ণিঝড় ‘মন্থা’

প্রায় কয়েক মিনিট ধরে চলা এই টর্নেডোর মতো ঘটনা শেষ হতেই কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।‌ এছাড়া তেমন ক্ষয়ক্ষতির কোন খবর নেই। এখনো পর্যন্ত কোনো গুরুতর আহতের খবর মেলেনি, তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি ‘জলঘূর্ণি’ হতে পারে, যা সাধারণত জলের উপর তৈরি হয় এবং স্থলভাগে আসলে টর্নেডোর রূপ নেয়।লোকজন প্রথমে বোঝে না কী হচ্ছে। কেউ হাঁসফাঁস করে ঘরে ঢুকে পড়ে, কেউ দৌড়ে মাঠে, কেউ আবার মোবাইল তুলে ক্যামেরা অন করে—কাঁপা হাতে, কাঁপা হৃদয়ে। বৃদ্ধ-মহিলা-শিশু—সবাই যেন সময়ের গহ্বরে আটকে পড়ে। শিশুরা কাঁদতে থাকে, গবাদি পশু দিশেহারা হয়ে ছুটতে থাকে। কিছু ডালপালা সহ গাছের পাতা ঝরে পড়েছে ভয়ানক শব্দে।

আরও পড়ুন: প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন

মিনাখাঁর চৈতল এলাকায় ক্ষণিকের টর্নেডো, জলঘূর্ণির ভয়ংকর দৃশ্য দেখে আতঙ্কিত এলাকাবাসী

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত: প্রশাসনের নজর উপকূলে, সব রকম প্রস্তুতি শুরু

নেরুলি গ্রামের বাসিন্দা মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ মাহবুব গাজী বলেন, এই ধরনের ঘটনা আমরা আগে কখনো দেখেনি। উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি না হলেও মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। জলকরের জল ঘুরতে ঘুরতে আকাশে দেখে উঠে যাচ্ছে সঙ্গে ঝোড়ো হাওয়া। এই ঘটনা নিয়ে দিনভর মানুষের মধ্যে নানা জল্পনা শোনা যায়।  তবে টর্নেডোটি ছিল ক্ষণিকের—মাত্র কয়েক মিনিট। কিন্তু তার উপস্থিতি যেন স্হায়ী ছাপ ফেলে যায় এলাকাবাসীর মনে। এলাকাবাসীর মধ্যে এখনো রয়েছে আতঙ্কের ছায়া।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মিনাখাঁর চৈতল এলাকায় ক্ষণিকের টর্নেডো, জলঘূর্ণির ভয়ংকর দৃশ্য দেখে আতঙ্কিত এলাকাবাসী

আপডেট : ২৩ মে ২০২৫, শুক্রবার

ইনামুল হক, বসিরহাটঃ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ  বসিরহাট মহকুমার মিনাখাঁর চৈতল নেরুলী এলাকায় হঠাৎই টর্নেডোর মতো এক ভয়ঙ্কর প্রাকৃতিক দৃশ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল চৈতলের ৪ নং  নেরুলির  বিদ্যাধরী নদী ও সংলগ্ন মেছোঘেরি। গ্রামবাসীরা জানাচ্ছেন, এদিন আমরা দেখতে পাই,  হঠাৎই বিশাল জলরাশি ঘূর্ণিবায়ুর টানে আকাশের দিকে উঠে যাচ্ছে। ক্রমে সেই জলরাশি একটি কুণ্ডলী পাকিয়ে আরও উপরে উঠতে থাকে, যা দেখে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়ায়। এই দৃশ্য ছিল যেন সিনেমার মতো — গ্রামাঞ্চলের মানুষ এমন প্রাকৃতিক দৃশ্য আগে কখনও দেখেননি। কেউ কেউ প্রথমে ঘর থেকে বের হতে ভয় পান, আবার অনেকেই বাইরে এসে মোবাইলে ভিডিও ধারণ করেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই দৃশ্য ভাইরাল হয়ে গেছে।

মিনাখাঁর চৈতল এলাকায় ক্ষণিকের টর্নেডো, জলঘূর্ণির ভয়ংকর দৃশ্য দেখে আতঙ্কিত এলাকাবাসী

আরও পড়ুন: এবার বাংলায় ঘূর্ণিঝড় ‘মন্থা’

প্রায় কয়েক মিনিট ধরে চলা এই টর্নেডোর মতো ঘটনা শেষ হতেই কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।‌ এছাড়া তেমন ক্ষয়ক্ষতির কোন খবর নেই। এখনো পর্যন্ত কোনো গুরুতর আহতের খবর মেলেনি, তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি ‘জলঘূর্ণি’ হতে পারে, যা সাধারণত জলের উপর তৈরি হয় এবং স্থলভাগে আসলে টর্নেডোর রূপ নেয়।লোকজন প্রথমে বোঝে না কী হচ্ছে। কেউ হাঁসফাঁস করে ঘরে ঢুকে পড়ে, কেউ দৌড়ে মাঠে, কেউ আবার মোবাইল তুলে ক্যামেরা অন করে—কাঁপা হাতে, কাঁপা হৃদয়ে। বৃদ্ধ-মহিলা-শিশু—সবাই যেন সময়ের গহ্বরে আটকে পড়ে। শিশুরা কাঁদতে থাকে, গবাদি পশু দিশেহারা হয়ে ছুটতে থাকে। কিছু ডালপালা সহ গাছের পাতা ঝরে পড়েছে ভয়ানক শব্দে।

আরও পড়ুন: প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন

মিনাখাঁর চৈতল এলাকায় ক্ষণিকের টর্নেডো, জলঘূর্ণির ভয়ংকর দৃশ্য দেখে আতঙ্কিত এলাকাবাসী

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত: প্রশাসনের নজর উপকূলে, সব রকম প্রস্তুতি শুরু

নেরুলি গ্রামের বাসিন্দা মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ মাহবুব গাজী বলেন, এই ধরনের ঘটনা আমরা আগে কখনো দেখেনি। উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি না হলেও মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। জলকরের জল ঘুরতে ঘুরতে আকাশে দেখে উঠে যাচ্ছে সঙ্গে ঝোড়ো হাওয়া। এই ঘটনা নিয়ে দিনভর মানুষের মধ্যে নানা জল্পনা শোনা যায়।  তবে টর্নেডোটি ছিল ক্ষণিকের—মাত্র কয়েক মিনিট। কিন্তু তার উপস্থিতি যেন স্হায়ী ছাপ ফেলে যায় এলাকাবাসীর মনে। এলাকাবাসীর মধ্যে এখনো রয়েছে আতঙ্কের ছায়া।