দুই দিনের ভারত সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার
- আপডেট : ৮ অক্টোবর ২০২৫, বুধবার
- / 192
পুবের কলম ওয়েবডেস্ক: দু’দিনের সরকারি সফরে ভারতে এলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। বুধবার সকালে মুম্বই বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে ও অজিত পওয়ার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি।
মূল আলোচ্য বিষয় ভারত-ব্রিটেনের নবস্বাক্ষরিত মুক্ত বাণিজ্যচুক্তি। স্টার্মার জানিয়েছেন, এই চুক্তি দুই দেশের ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ককে নতুন মাত্রা দেবে। তবে তিনি স্পষ্ট করেছেন, ভিসানীতিতে পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই। মুক্ত বাণিজ্যচুক্তির ফলে চিকিৎসা ও বিমান সরঞ্জামসহ নানা ব্রিটিশ পণ্য ভারতের বাজারে সস্তা হবে। এই সফর স্টার্মারের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম ভারত সফর, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে নতুন অধ্যায় খুলবে বলে আশা করা হচ্ছে।






























